এবার পঞ্চম বিশ্বকাপ খেলতে নামছেন গেইল। ১৯৯৯ সালে অভিষেক হওয়ার পর একদিনের আন্তর্জাতিকে ২৩টি শতরান করেছেন এই বাঁ হাতি। ২০১৫ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিশতরান করেন গেইল। এটাই বিশ্বকাপে একমাত্র দ্বিশতরান। বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক থেকে অবসর গেইলের
Web Desk, ABP Ananda | 18 Feb 2019 05:05 PM (IST)
সেন্ট জন’স: এবারের বিশ্বকাপের পরেই একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নেবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের হয়ে খুব কম ম্যাচই খেলেছেন গেইল। তা সত্ত্বেও এই মারকুটে বাঁ হাতি ব্যাটসম্যানের অবসরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে অবশ্যই শূন্যতা তৈরি হবে। ৩৯ বছর বয়সি গেইল ২৮৪টি একদিনের ম্যাচে ৯,৭২৭ রান করেছেন। তিনি শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছরের জুলাইয়ে। এরপর বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন তিনি। একদিনের আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ব্রায়ান লারাকে টপকে এক নম্বরে যাওয়ার জন্য গেইলের দরকার ৬৭৭ রান।