মুম্বই: তিনি নিজেকে ভেগান বলে পরিচয় দেন। আমিষ খান না। অথচ বিরাট কোহলির খাদ্যতালিকায় রয়েছে ডিম! যা দেখে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বিস্ময় প্রকাশ করেছেন। অনেকেই জানতে চেয়েছেন, কফি পান করে আর ডিম খেয়ে নিজেকে কী করে ভেগান বলে দাবি করেন বিরাট! মঙ্গলবার যা নিয়ে পাল্টা বিদ্রুপ করলেন বিরাট। জানিয়ে দিলেন, তিনি কখনওই নিজেকে ভেগান বলে দাবি করেননি। বরং তিনি ভেজিটেরিয়ান বা নিরামিশাষী। বিরাটের কটাক্ষ, তাঁর খাদ্যতালিকা নিয়ে না ভেবে সকলে প্রাণ ভরে শ্বাস নিক এবং নিশ্চিন্তে প্রিয় আনাজ খাক।


বিরাটের ভেগান হওয়ার পিছনে একটি বড় কারণ মনে করা হতো, তাঁর শারীরিক সমস্যা। সার্ভিকাল স্পাইনে সমস্যা হওয়ার পরেই নাকি তিনি আমিষ খাবার ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। সেই কোহলির ডায়েট ডিমের নাম দেখে অনেকে চমকে উঠলেন। যদিও মঙ্গলবার বিরাট ট্যুইট করলেন, 'আমি কখনও নিজেকে ভেগান বলে দাবি করিনি। সব সময় বলেছি আমি নিরামিশাষী। প্রাণ ভরে শ্বাস নিন আর চাইলে নিজেদের প্রিয় আনাজ খান।'