ওসাকা: আজ ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে চলেছে আল নাসের ও পিএসজি। অর্থাৎ ক্লাব ফুটবলে আমনে-সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-নেমার। ২০২৩-২৪ মরসুম শুরুর আগে প্রি সিজন ম্যাচ খেলতে নামছে পিএসজি সৌদির ক্লাবটির বিরুদ্ধে। কিলিয়ান এমবাপে এই বছরেই চুক্তি শেষ হয়েছে পিএসজির সঙ্গে ফরাসি স্ট্রাইকারের। নতুন করে আর চুক্তি বাড়াতে আগ্রহী নন এমবাপে। সূত্রের খবর, ২০২৪ মরসুমে রিয়াল মাদ্রিদে যোগদান করতে পারেন এমবাপে। যদিও পিএসজি চাইছে এই মরসুমটা এমবাপে পিএসজিতেই থেকে যান।
গত শুক্রবার লে হার্ভের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল পিএসজি। সেই ম্যাচে এমবাপেকে পরিবর্ত প্লেয়ার হিসেবে নামানো হয়েছিল। পরে যদিও জাপান সফরকারী দল থেকে বাদ দেওয়া হয়েছিল এমবাপেকে।
এদিকে রোনাল্ডোকে নিয়ে এই বছরের শুরুতেই বড় চমক দিয়েছিল আল নাসের। এরপর ধীরে ধীরে ইউরোপের অনেক তারকা ফুটবলারকেই ধীরে ধীরে প্রচুর অর্থ ব্যয় করে দলে নিয়েছে মধ্যপ্রাচ্যের ক্লাবগুলো। সৌদি প্রো লিগ যে হাড্ডাহাড্ডি লড়াই এখন দেখতে পাওয়া যাবে তা বলাই বাহুল্য।
রোনাল্ডো আসার পর ধীরে ধীরে আল নাসের তাদের ক্লাবকে আরও শক্তিশালী করে তুলেছে। তবুও শক্তিশালী ইউরোপিয়ান কোনও দলের বিরুদ্ধে মাঠে নামলে দুর্বলতা ধরে পড়ছে। পর্তুগাল সফরে গিয়ে সেল্টা ভিগোর বিরুদ্ধে ৫-০ ব্যবধানে হারতে হয়েছিল আল নাসেরকে। বেনফিকার বিরুদ্ধেও ৪-১ ব্যবধানে হেরে যায় সৌদির ক্লাবটি।
নতুন মরশুমে ইতিমধ্যেই একগুচ্ছ তারকা ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি দিয়েছেন। করিম বেঞ্জেমা, রবার্তো ফির্মিনো, এনগোলো কন্তের মতো মহাতারকারা ইতিমধ্যেই সৌদির একাধিক ক্লাবের হয়ে সই করেছেন। আসন্ন মরশুমে কিলিয়ান এমবাপেরও (Kylian Mbappe) গন্তব্য হতে পারে সৌদির প্রো লিগ।
কিলিয়ান এমবাপের সঙ্গে প্যারিস সঁ জরমের (Paris Saint-Germain) সম্পর্কের তিক্ততা ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে। এমবাপের সঙ্গে পিএসজির আর এক বছরের চুক্তি বাকি রয়েছে। পিএসজি এমবাপের চুক্তি বাড়াতে আগ্রহী হলেও, ফরাসি তারকা চুক্তি বাড়াতে আগ্রহী নন। বরং তিনি নিজের চুক্তি পূরণ করে পরের বছরই ক্লাব ছাড়তে আগ্রহী। পিএসজি আবার দলের মহাতারকাকে কোনওভাবেই ফ্রিতে ক্লাব ছাড়তে দিতে আগ্রহী নয়। সেই কারণেই তাঁরা এমবাপেকে ট্রান্সফার লিস্টও করে দিয়েছেন বলে খবর। এই নিয়েই ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে টানাপোড়েন অব্যাহত।