ম্যাঞ্চেস্টার: গত মরসুমে প্রিমিয়র লিগে চূড়ান্ত হতাশজনক ষষ্ঠ স্থানে শেষ করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ফলে আসন্ন মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ নয়, বরং ইউরোপা লিগে খেলতে হবে রেড ডেভিলসদের। এর জেরেই বহুদিন ধরে ক্লাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা শোনা যাচ্ছিল। তবে দ্রতই সেইসব জল্পনা সমাপ্ত হতে পারে।
সোমবার (২৫ জুলাই) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাঞ্চেস্টার এসে আসেন। এরপর মঙ্গলবার সকালে ক্লাবের অনুশীলন মাঠ ক্যারিংটনে এজেন্ট জর্জ মেন্ডেসের সঙ্গে গাড়ি করতে ঢুকতে দেখা যায় রোনাল্ডোকে। খবর অনুযায়ী, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে নিজের ভবিষ্য়ৎ নিয়েই আজই আলোচনায় বসছেন রোনাল্ডো এবং জর্জ মেন্ডেস। এই বৈঠকের পরেই রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটতে পারে বলে মনে করে হচ্ছে। সূত্রের খবর ম্যান ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনও এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং তিনিও নাকি ইতিমধ্যেই ক্যারিংটনে চলে এসেছেন।
গত মরসুমে শোরগোল ফেলে দিয়ে নিজের প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন রোনাল্ডো। ব্যক্তিগতভাবে তিনি মন্দ পারফর্ম না করলেও, ক্লাব চূড়ান্ত ব্যর্থ হয়। সেই থেকেই জল্পনার শুরু। এরপর এবারের প্রাকমরসুমেও দলের সঙ্গে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে উপস্থিত ছিলেন না রোনাল্ডো। পারিবারিক কারণে তিনি প্রাক মরসুমে যাননি বলে জানানো হয়। তবে তাতে তার ভবিষ্য়ৎ ঘিরে জল্পনা কমেনি।
দলের কোচ এরিক টেন হাগও (Erik Ten Hag) রোনাল্ডোর বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত নন। তিনি জানান এতদিন ব্যক্তিগতভাবে অনুশীলনের পর রোনাল্ডো মঙ্গলবার থেকেই ক্লাবের হয়ে অনুশীলনে নামবেন। তবে এখনও অবধি তাকে অনুশীলনে অন্তত দেখা যায়নি। এরই মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদ রোনাল্ডোকে আসন্ন মরসুমের জন্য দলে নিতে আগ্রহী বলে জল্পনা শোনা যাচ্ছে। প্রসঙ্গত, আজই ম্যান ইউনাইটেডের দুই নতুন তারকা লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিশ্চিয়ান এরিকসেনেরও প্রথমবার অনুশীলনে নামার কথা।
আরও পড়ুন: বার্সেলোনায় ফিরতে পারেন মেসি! ইঙ্গিতবাহী মন্তব্য সভাপতির