বার্সেলোনা: বছরখানেক আগে গোটা ফুটবলবিশ্বকে হতবাক করে লিওনেল মেসি (Lionel Messi) বার্সেলোনা ছাড়েন। চূড়ান্ত আর্থিক সঙ্কটের মধ্যে পড়া বার্সার সঙ্গে আগের চুক্তি শেষে আর নতুন করে চুক্তি করা সম্ভব হয়নি মেসির পক্ষে। ফলে ফ্রি এজেন্ট হিসাবেই তিনি প্যারিস সাঁ-জাঁতে যোগ দেন।


তবে এক বছরের ব্যবধানে পরিস্থিতি বদলেছে। বার্সেলোনা আসন্ন মরসুমের জন্য বিপুল অর্থ ব্য়য় করে নতুন নতুন বেশ কয়েকজন বিশ্বমানের তারকাকে দলে নিয়েছে। রবার্ট লেওয়ানডস্কি, রাফিনহা, ফ্রাঙ্ক কেসির মতো তারকা এই গ্রীষ্মেই বার্সেলোনাতে যোগ দিয়েছেন। কাতালান ক্লাবের এই গতিবিধি দেখে অনেকেই মনে করছেন ক্লাবের আর্থিক সমস্যা কিছুটা হলেও মিটেছে এবং সেইসঙ্গেই মেসির প্রত্যাবর্তনের (Lionel Messi Barcelona return) স্বপ্ন দেখতেও শুরু করে দিয়েছেন অনেকে।


মেসির ঋণ


বার্সেলোনার ক্লাব সভাপতি জুয়ান লাপোর্তার (FC Barcelona President Joan Laporta) সাম্প্রতিক মন্তব্য কিন্তু এই জল্পনা আরও বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে লাপোর্তা জানান, 'আমি আশা করছি মেসির (বার্সেলোনায়) অধ্যায়টা শেষ হয়ে যায়নি। আমার মনে হয় এটা আমাদের দায়িত্ব যে এই অপূর্ণ অধ্যায়টা ঠিক করার চেষ্টাটুকু আমরা যেন করি। এই অধ্যায়টা এখনও শেষ হয়নি। ফলে আশা করছি যেমনভাবে এটি শেষ হওয়ার কথা ছিল, ঠিক তেমন সুন্দরভাবেই এই অধ্য়ায়ের ইতি হবে। বার্সা সভাপতি হিসাবে আমার কাজটা আমি করেছি। তবে বার্সা সভাপতির পাশাপাশি, ব্যক্তিগত স্তরেও আমার মনে হয় আমার ওর ঋণ শোধ করাটা জরুরি।'


সর্বকালের সেরা


লাপোর্তার মতে মেসি সম্ভবত বার্সেলোনার সর্বকালের সেরা খেলোয়াড় এবং তার সঙ্গে একমাত্র জোহান ক্রুয়েফ বাদে আর কারুর তুলনা চলে না। দলের প্রাক্তন অধিনায়ক মেসি বার্সার হয়ে অজস্র ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার জিতলেও, প্যারিসে তাকে প্রথম মরসুমে একটু ফ্যাকাশেই দেখিয়েছে। তবে এ মরসুমের পর পিএসজির সঙ্গে আর মাত্র এক বছরের চুক্তি বাকি থাকবে আর্জেন্তাইন মহাতারকার। তাই তার বার্সেলোনায় প্রত্যাবর্তনের বিষয়টা একেবারে উড়িয়ে দেওয়ার মতো কিন্তু নয়। 


আরও পড়ুন: রোনাল্ডো যোগ দিলে পিএসজি ছাড়বেন, স্পষ্ট হুমকি মেসির!