মাদ্রিদ: লিওনেল মেসির পর এবার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে। স্পেনের সংবাদমাধ্যম সূত্রে খবর, আয়কর দফতরের আধিকারিকরা সন্দেহ করছেন, ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে ইমেজ রাইটস সংক্রান্ত আয়ের প্রকৃত তথ্য গোপন করেছেন রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের মহাতারকা। এর ফলে তিনি ৮.৯৫ মিলিয়ন মার্কিন ডলার কর ফাঁকি দিয়েছেন।


রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সত্যতা নিয়ে স্পেনের আয়কর বিভাগের আধিকারিকদের মধ্যেই দ্বিমত রয়েছে। তদন্ত শুরু হওয়ার আগেই যাবতীয় কর মিটিয়ে দেওয়ার উদ্যোগ নেন রোনাল্ডো। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। তদন্তে যদি রোনাল্ডোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁকে প্রায় ৯ মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার এবং অতিরিক্ত জরিমানা দিতে হবে। অপরাধমূলক মামলা দায়ের করা হলে অবশ্য তিন বছরে চার মাস করে মোট ১২ মাস কারাদণ্ডের সাজা পেতে পারেন রোনাল্ডো।