তুরিন: নোভেল করোনার থাবায় বিধ্বস্ত ইতালি। মারণ ভাইরাস ইতিমধ্যেই প্রাণ কেড়েছে সেদেশের ১ হাজার ৪৪১ জনের। আক্রান্ত ২১ হাজারের ওপরে মানুষ। এদের মধ্যে রয়েছেন তুরিনের জুভেন্তাস ফুটবল ক্লাবের তারকা ফুটবলার ড্যানিয়েল রুগানিও। এই খবর সংবাদমাধ্যমে আসার পরেই ইতালির সমস্ত লিগ স্থগিত করে দেওয়া হয়েছে। এমনকি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও তুরিনে আসতে বারণ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সাহায্যের জন্য এগিয়ে এলেন সিআরসেভেন।
পড়ুন: করোনা আতঙ্কে লিওনেল মেসির বিশেষ বার্তা
স্প্যানিশ এক পত্রিকার খবর অনুযায়ী, রোনাল্ডো তাঁর সমস্ত হোটেলই করোনার চিকিৎসার সবরকম বন্দোবস্ত করেছেন। নোভেল করোনায় আক্রান্তদের চিকিৎসায় এক পয়সাও লাগবে না। আক্রান্তদের বিনামূল্যে সেই চিকিৎসা দেওয়া হবে এবং তার যাবতীয় খরচ বহন করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের যাবতীয় খরচ বহন করবেন জুভেন্তাস তারকাই। যদিও এই খবর নিয়ে সন্দেহ প্রকাশ করেছে স্পেন থেকে প্রকাশিত অন্য একটি পত্রিকা। পর্তুগিজ সাংবাদিক ফিলিপি কাইতানোও বলেন ‘এই খবর সত্যি নয়’।
ফুটবল তারকা নিজে তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “গোটা বিশ্ব এমন এক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে প্রত্যেকের মনোযোগ কাম্য। আমি আজ একজন ফুটবলার হিসেবে কথা বলছি না। একজন পিতা, একজন সন্তান এবং একজন মানুষ হিসেবে কথা বলছি। যা ঘটছে, তা নিয়ে আমি চিন্তিত।
এই পরিস্থিতির মোকাবিলা করতে হু-র (ওয়ার্লড হেলথ অরগানাইজেশন) নির্দেশ মেনে চলতে হবে। সবার আগে মানুষের জীবন বাঁচানোকেই প্রাধান্য দিতে হবে। আমি আমার ভাবনা সকলকে জানাতে চাই। যারা তাঁর প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আমার সতীর্থ ড্যানিয়েল রুগানির মতো যারা লড়ছেন এবং সেইসব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যারা জীবন বাজি রেখে লড়াই করছেন প্রত্যেকের পাশে আছি।”