ম্যাঞ্চেস্টার: বিরাট কোহলির সঙ্গে দেখা করবেন বলেই য়ুভেন্তাস ছেড়ে নিজের পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
শুক্রবার এই নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। কিন্তু নেপথ্যে কী?
এর নেপথ্যে রয়েছে শুভমন গিলের একটি ট্যুইট। কলকাতা নাইট রাইডার্সের তারকা এখন সংযুক্ত আরব আমিরশাহিতে। আইপিএলের দ্বিতীয় পর্বের প্রস্তুতি নিচ্ছেন। এরই মাঝে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে ম্যাঞ্চেস্টারে দুই G.O.A.T. বা গ্রেটেস্ট অফ অল টাইম - বিরাট কোহলি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একই সময়ে থাকা নিয়ে।
ম্যাঞ্চেস্টারে এখন চাঁদের হাট। একদিকে ইংল্যান্ডের সঙ্গে পঞ্চম টেস্ট ম্যাচ খেলবেন বলে ম্যাঞ্চেস্টারে এসেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দ্বিতীয়বার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে অভিষেক সময়ের অপেক্ষা। একই শহরে ক্রিকেট ও ফুটবলের দুই মহাতারকা। দেখা হবে কোহলি-ক্রিশ্চিয়ানোর?
বিরাট কোহলি ফুটবলপ্রেমী। তিনি রোনাল্ডোর অনুরাগীও। এর আগে রোনাল্ডো ও কোহলিকে একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে তা আলাদা আলাদা জায়গায় শ্যুটিং হয়েছিল। মুখোমুখি দুই মহাতারকার সাক্ষাৎ এখনও অধরাই রয়ে গিয়েছে। তবে বর্তমানে দুজনেই ম্যাঞ্চেস্টারে রয়েছেন।
বৃহস্পতিবার ল্যাঙ্কাশায়ার ক্রিকেটের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। সেই পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথমে ল্যাঙ্কাশায়ারের তরফেই ট্যুইট করে বলা হয়, ‘বর্তমানে ম্যাঞ্চেস্টারে বিরাট কোহলি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুজনেই রয়েছেন। ইন্টারনেটে চাঞ্চল্য ছড়িয়ে ওল্ড ট্র্যাফোর্ডে দুজনের একটা ট্রেনিং সেশনের আয়োজন করলে কেমন হয়?’ জবাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লেখা হয়, ‘এক শহরে দুই সর্বকালের সেরা।’ এরপর ল্যাঙ্কাশায়ারের তরফে লেখা হয়, ‘আমরা তাহলে এটাকে হ্যাঁ হিসাবেই ধরছি।’
এই ট্যুইট নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। তবে ভারতীয় শিবিরে হানা দিয়েছে করোনা। ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট বাতিল হয়ে গিয়েছে। বিরাটদের ঘরবন্দি থাকতে বলা হয়েছে। অন্যদিকে রোনাল্ডো নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে নিজেদের ম্যাচ নিয়েই মগ্ন। তাই দুই মহাতারকার দেখা হওয়া কতটা সম্ভবপর হবে, বলা যাচ্ছে না।
তারই মাঝে শুভমন ট্যুইটে খুনসুটি করেছেন। লিখেছেন, 'বিরাটের সঙ্গে দেখা করার জন্যই ম্যান ইউয়ে যোগ দিয়েছেন রোনাল্ডো।' সেই ট্যুইটটিও ভাইরাল হয়।
৬ ঘণ্টা যাতায়াতের ধকল নিয়েও মাঠে দাপট, কোচের বাড়িতে থেকে স্বপ্নপূরণ শার্দুলের