মিলান: করোনাভাইরাস লকডাউনের জেরে প্রায় দুমাস নিজের দেশে থাকার পর ইতালিতে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবার, পোর্তুগীজ দ্বীপ মাদেইরা থেকে প্রাইভেট বিমানে করে সপরিবার তুরিন বিমানবন্দরে পৌঁছন 'সিআর৭'। সেখানে আগামী ২ সপ্তাহ কোয়ারান্টিনে থাকবেন ফুটবলার ও তাঁর পরিবার।
গত ৮ মার্চ, আলিয়ঁজ স্টেডিয়ামে জুভেন্তাসের হয়ে ইন্টার মিলানের বিরুদ্ধে শেষবার মাঠে নেমেছিলেন রোনাল্ডো। ওই ম্যাচটি জুভেন্তাস জেতে ২-০ গোলের ব্যবধানে। তারপর করোনাভাইরাস প্রকোপের জেরে সব ম্যাচ বাতিল করতে হয়। সেই সময় চিনের বাইরে প্রথম করোনা আক্রান্ত দেশ ছিল ইতালি। মায়ের সঙ্গে থাকতে মাদেইরাতে চলে গিয়েছিলেন রোনাল্ডো।
ব্যক্তিগত প্রশিক্ষণ শুরু করার অনুমতি পেয়ে রোনাল্ডো সহ দলের ১০ বিদেশি খেলোয়াড়কে ডেকে পাঠিয়েছে জুভেন্তাস। যাঁরা পৌঁছেছেন, তাঁদের সকলকে তুরিনে ক্লাবের মেডিক্যাল সেন্টারে পরীক্ষা করাতে হয়েছে। ফুটবলপ্রেমীরা মনে করছেন, 'সিরি আ'-তে হয়ত চলতি মরশুমের বাকি ম্যাচগুলি পুনরায় করা সম্ভব। বর্তমানে লিগের শীর্ষে রয়েছে জুভেন্তাস। ঠিক এক পয়েন্ট পিছনে লাজিও।