মুম্বই: শনিবারের রাতটা দ্রুত ভুলতে চাইবেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর দল চেন্নাই সুপার কিংস চোদ্দোতম আইপিএলের প্রথম ম্যাচেই গো হারান হারল। সবচেয়ে বড় কথা, ধোনির ভক্তকূল অপেক্ষা করেছিল ফের ক্রিজে বাইশ গজে তাঁর ব্যাটিং দেখবে বলে। কিন্তু ক্রিজে ধোনির আয়ু ছিল মাত্র ২ বল। কোনও রান করার আগেই দিল্লি ক্যাপিটালসের তরুণ পেসার আবেশ খানের বলে তিনি বোল্ড হয়ে গেলেন।


আর ম্যাচ হারার পর ফের একটি বাউন্সার সামলাতে হল ধোনিকে। এবার ম্যাচ রেফারির দিক থেকে। মন্থর বোলিংয়ের জন্য মোটা অঙ্কের জরিমানা হল ধোনির।


শনিবার রাতে আইপিএল গভর্নিং কাউন্সিলের তরফে একটি ই-মেলে জানানো হয় যে, সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি সিএসকে। নিয়ম অনুযায়ী, এ ক্ষেত্রে অধিনায়ককে জরিমানা করা হয়। তাই ধোনিকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তবে এটা এই মরসুমে সিএসকে-র প্রথমবার স্লো ওভার রেটের ঘটনা। এরপর ফের একই অপরাধ করলে গোটা দলের জরিমানা হবে। তার পরও যদি সময়ে বোলিং শেষ করতে না পারে সিএসকে, তাহলে নির্বাসিত হতে পারেন ধোনি। তাই পরাজয়ের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়ার মতো যথেষ্ট কারণ রয়েছে সিএসকে ভক্তদের।


শনিবার চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএল অভিযান শুরু করল দিল্লি ক্যাপিটালস। শার্দুল ঠাকুর, মইন আলি, ডোয়েন ব্রাভোদের নিয়ে কার্যত ছেলেখেলা করে দিল্লির জয়ের রাস্তা গড়ে দেন শিখর ধবন। ৫৪ বলে ১০টি চার ও ২ টি বিশাল ছক্কার সাহায্যে ৮৫ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন শিখর। আর ১৮৯ রানের টার্গেট টানা করতে নেমে তাঁকে যোগ্য সঙ্গত দেন পৃথ্বী শ। ৩৮ বলে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন পৃথ্বী। শিখরের সঙ্গে ১৩৮ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন মুম্বইয়ের ছেলে পৃথ্বী। ৮ বল বাকি থাকলেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় দিল্লি শিবির।


নেতৃত্ব গিয়েছে, দলে কার্তিকের গুরুত্ব কমেছে? কী বলছেন মর্গ্যান


প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান তোলে। যার ব্যাটিংয়ের দিকে গোটা দেশ তাকিয়ে ছিল সেই মহেন্দ্র সিং ধোনি অবশ্য ১৬০ দিন পর ক্রিজে ফিরে হতাশ করেন। মাত্র দুই বলে শূন্য রানে সাজঘরে ফিরতে হয়েছিল ক্যাপ্টেন কুলকে। চেন্নাই যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৮৮/৭-এর মতো ভদ্রস্থ স্কোরে পৌঁছতে পেরেছিল তার নেপথ্যে ছিলেন সুরেশ রায়না। ব্যাট হাতে প্রথম ম্যাচেই জ্বলে ওঠেন। মাত্র ৩৬ বলে ৫৪ রান করলেন রায়না। মারলেন তিনটি চার ও চারটি বিশাল ছক্কা।


যদিও দিনের শেষে তাঁর ব্যাটিং বিক্রমও গুরুত্ব হারাল দিল্লির সামনে।