চেন্নাই: কলকাতা নাইট রাইডার্স দলে এই দুজনের সমীকরণ গত মরসুম থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে।


দীনেশ কার্তিক ও অইন মর্গ্যান।


অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে কোনও সাফল্য দিতে পারেননি তামিলনাড়ুর কার্তিক। তাঁর আমলে বারবার প্রশ্ন উঠেছে নাইটদের ব্যাটিং অর্ডারের অস্থিরতা নিয়ে। তারপর গত মরসুমের মাঝপথে কার্তিককে সরিয়ে নাইটদের অধিনায়ক করা হয় ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যানকে। তারপর থেকে ডিকে ও মর্গ্যানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক জল্পনা হয়েছে। যদিও দুজনে মুখে সব সময় দুজনের প্রশংসাই করেছেন।


চোদ্দোতম আইপিএলে অভিযান শুরু করার আগে এবার কার্তিককে প্রশংসায় ভরিয়ে দিলেন মর্গ্যান। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে শাহরুখ খান-জুহি চাওলার দল। তার আগের দিন কেকেআরের ওয়েবসাইটে কার্তিককে নিয়ে প্রশ্ন করা হয়েছিল মর্গ্যানকে। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, 'ব্যাট হাতে ও উইকেটের পিছনে ডিকে-র ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। দারুণ ছন্দে রয়েছে। আর ও এমন একজন ক্রিকেটার যাকে ব্যাট করতে দেখা মানে দুর্দান্ত টাইমিং আর এমন সব বল মারে যা অন্য ব্যাটসম্যানদের চেয়েও দূরে গিয়ে পড়ে। মাঠে ও মাঠের বাইরে আমাকে ভীষণ সমর্থন করে। ও যে এত ভাল ছন্দে রয়েছে আর আমাদের দলে রয়েছে, এর জন্য আমি কৃতজ্ঞ।'


কেকেআরের এবারের দল নিয়েও খুব আত্মবিশ্বাসী শুনিয়েছে মর্গ্যানকে। বলেছেন, 'শাকিব আল হাসান আমাদের দলে নতুন মাত্রা যোগ করেছে। ওর মতো স্পিনার অলরাউন্ডার দলে থাকা মানে দলের অনেক বেশি বৈচিত্র্য যোগ হওয়া।' দলের দুই তরুণ তুর্কি শুভমন গিল ও প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়েও ইতিবাচক মর্গ্যান। বলেছেন, 'অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফেরাটা শুভমনকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। আর আমাদের সিইও বেঙ্কি মাইসোর বুঝেছিলেন যে, এই দুজন লম্বা দৌড়ের ঘোড়া। সে জন্যই ওদের দলে নেওয়া হয়েছিল।' মর্গ্যান যোগ করেছেন, 'সুনীল নারাইনও আমাদের ভরসা। ওকে যখন যে দায়িত্ব দেওয়া হয় পালন করে।'