মুম্বই: আইপিএলে নিজেদের গত ম্যাচে লখনউ সুপার কিংসের বিরুদ্ধে পরাজিত হয়েছিল পাঞ্জাব কিংস (Punjab Kings)। অপরদিকে, চেন্নাই সুপার কিংসকেও (Chennai Super Kings) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছিল। আজকের ম্যাচে দুই দলই একে অপরের মুখোমুখি হচ্ছে। গত ম্যাচে হারের পর স্বাভাবিকভাবেই জয়ের জন্য মরিয়া হয়ে দুই দলই মাঠে নামবে। একদিকে যেখানে ম্যাচ জিতলে সিএসকের লিগ শীর্ষে পৌঁছনোর হাতছানি রয়েছে, সেখানে পাঞ্জাবের সামনে প্রথম চারে প্রবেশ করার সুযোগ। তাই সমর্থকরা এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন।
দুপুরের বেলার ম্যাচ হওয়ায় আজকের ম্যাচে শিশিরের কোনওরকম প্রভাব পড়ার কথা নয়। তাই টসে জিতে অধিনায়ক ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেই পারেন। চোটের কারণে পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধবনকে বেশ কয়েকটি ম্যাচ মাঠের বাইরেই থাকতে হয়েছে। গত ম্যাচে তিনি দলে ফিরেছেন বটে, তবে দলকে জেতাতে পারেননি। আজকের ম্যাচেও তিনিই পাঞ্জাবের সবথেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছেন। এছাড়া প্রাক্তন সিএসকে অলরাউন্ডার স্যাম কারানও হলুদ ব্রিগেডকে চাপে ফেলতে পারেন।
অপরদিকে, সিএসকের পিচে যদি বল স্পিন করে, তাহলে দলের তারকা স্পিনত্রয়ী রবীন্দ্র জাডেজা, মঈন আলি, মাহিশ থিকসানা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। এছাড়া মাথিশা পাথিরানার দিকেও কিন্তু নজর থাকবে।
হেড-টু-হেড
চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের মুখোমুখি সাক্ষাৎকারে চেন্নাই ১৫টি ও পাঞ্জাব ১২টি ম্যাচ জিতেছে।
কবে খেলা
আজ ৩০ এপ্রিল, রবিবার চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস একে অপরের মুখোমুখি হবে
কোথায় খেলা
আজকের খেলাটি হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে
কখন শুরু ম্যাচ
এই ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ ৩টেতে টস হবে
কোথায় দেখবেন?
টিভিতে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে আইপিএলের এই ম্যাচটি দেখা যাবে
অনলাইনে কোথায় দেখা যাবে?
অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংসের এই ম্যাচটি
আরও পড়ুন: ফিট আর্চার, রাজস্থানের বিরুদ্ধে কি জয়ে ফিরবে মুম্বই? কোথায়, কখন দেখবেন ম্যাচ?