মুম্বই: তাঁর ব্যাটিং দেখার জন্য মুখিয়ে ছিল আট থেকে আশি। জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক ফের প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ব্য়াট করতে নামলেন। ক্রিজে গেলেন প্রায় ১৬০ দিন পর। বাইশ গজে ব্যাট হাতে মহেন্দ্র সিংহ ধোনির আয়ু হল অবশ্য মাত্র ২ বল। আবেশ খানের বল তাঁর ব্যাটের কানায় লেগে স্টাম্প ভেঙে দিল। কোনও রান করার আগেই প্যাভিলিয়নের পথে হাঁটা লাগালেন চেন্নাই সুপার কিংসের 'ক্যাপ্টেন কুল।'


চেন্নাই যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৮৮/৭-এর মতো ভদ্রস্থ স্কোরে পৌঁছতে পারল, তার নেপথ্যে সুরেশ রায়না। আইপিএলে অনবদ্য সব রেকর্ডের জন্য যাঁর নামকরণই হয়ে গিয়েছে মিস্টার আইপিএল। গত মরসুমে অবশ্য ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন। সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে ত্রয়োদশ আইপিএলে দেখা যায়নি তাঁকে। এর জন্য অনেক সমালোচনাও হজম করতে হয়েছিল। এবার তিনি ফিরলেন। আর ব্যাট হাতে প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন। মাত্র ৩৬ বলে ৫৪ রান করলেন রায়না। মারলেন তিনটি চার ও চারটি বিশাল ছক্কা।


তিনি ছাড়া চেন্নাইয়ের হয়ে রান পেয়েছেন মঈন আলি (২৪ বলে ৩৬ রান), অম্বাতি রায়ডু (১৬ বলে ২৩ রান)। শেষের দিকে চালিয়ে খেলে রবীন্দ্র জাডেজা ১৭ বলে ২৬ রানে এবং স্যাম কারান ১৫ বলে ৩৪ রানে অপরাজিত রইলেন। দুজনের মধ্যে বেশি মারমুখি ছিলেন কারান। তিনি ৪টি চার ও দুটি ছক্কা মারেন। দিল্লির বোলারদের মধ্যে দুটি করে উইকেট ক্রিস ওকস ও আবেশ খানের। একটি করে উইকেট পেয়েছেন আর অশ্বিন ও টম কারান।


আইপিএলে আজ মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। যে ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। যার অন্যতম কারণ, ১৬০ দিন পর ফের প্রতিযোগিতামূলক ম্য়াচ খেলতে মাঠে নামলেন ধোনি। যে কারণে ভক্তকূল অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অপেক্ষা করছিলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। শনিবারের ম্যাচকে যিনি গুরু ধোনির সঙ্গে শিষ্য পন্থের লড়াই বলে চিহ্নিত করে দিয়েছেন। সেই সঙ্গে বিরাট কোহলিদের জাতীয় দলের কোচ বলেছেন, সকলে স্টাম্প মাইক্রোফোনের দিকে খেয়াল রাখবেন। শনিবার শাস্ত্রী ট্যুইট করেছেন, 'গুরু বনাম চ্যালা। খুব মজা হবে আজ। স্টাম্পস মাইক্রোফোন অবশ্যই শুনবেন। ধোনি মাঠে ফিরছে।' সঙ্গে ধোনি ও পন্থের একটি ছবি পোস্ট করেন শাস্ত্রী।