আজকের ম্যাচে ধোনি কত নম্বরে ব্যাটিং করতে নামবেন, সেটা নিয়ে ক্রিকেটমহলে আগ্রহ রয়েছে। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে তিনি কেন সাত নম্বরে ব্যাটিং করতে নামলেন, সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। ফলে আজ ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে আগ্রহ রয়েছে। অন্যদিকে, শ্রেয়স কীভাবে তাঁর বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র কাগিসো রাবাডাকে ব্যবহার করবেন, সেটা নিয়েও আগ্রহ রয়েছে। ধোনি যদি শেষদিকে ক্রিজে থাকেন, তাহলে তাঁর সঙ্গে রাবাডার লড়াই জমতে পারে।
বোলিং বিভাগ নিয়ে শ্রেয়সের খুব একটা চিন্তা না থাকলেও, ধোনির যথেষ্ট চিন্তা রয়েছে। কারণ, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে প্রচুর রান দেন লুঙ্গি এনগিডি, পীযূষ চাওলা, রবীন্দ্র জাডেজারা। ভাল বোলিং করেন দীপক চাহার ও স্যাম কারান। ফলে ধোনি আজ তাঁর বোলারদের কীভাবে ব্যবহার করেন, সেদিকে তাকিয়ে দর্শক থেকে বিশেষজ্ঞরা।
চেন্নাইয়ের বিরুদ্ধে আজ শ্রেয়সের বড় অস্ত্র হতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। এই অভিজ্ঞ অফস্পিনার অতীতে চেন্নাইয়ের হয়ে খেলেছেন। ফলে ধোনিদের শক্তি ও দুর্বলতার সঙ্গে তিনি পরিচিত। অবশ্য তাঁরও শক্তি-দুর্বলতা জানেন প্রাক্তন সতীর্থরা। ফলে আজ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে অশ্বিনের ভূমিকা।