চেন্নাই: চিপকের ময়দানে কেকেআরের দুই তারকা স্পিনার দুর্দান্ত বোলিং করে নাইটদের জয়ের ভিত গড়েই দিয়েছিলেন। সিএসকের বিরুদ্ধে (CSK vs KKR) শুরুটা কিছুটা নড়বড়ে করলেও, ১৪৫ রান তাড়া করতে নেমে রিঙ্কু-রানার ব্যাটে ভর করে নয় বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল কেকেআর। রিঙ্কু ৫৪ ও রানা ৫৭ রান করেন। এই জয়ের ফলে কেকেআরের প্লে-অফে পৌঁছনোর আশা বজায় রাখল কেকেআর। 


অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরুতেই নতুন বল হাতে আগুন ঝরান দীপক চাহার (Deepak Chahar)। প্রথম ওভারেই বড় শট মারতে গিয়ে মাত্র এক রানে সাজঘরে ফেরেন রহমনুল্লাহ গুরবাজ। বাউন্ডার লাইনে অনেকটা ছুটে এসে দুরন্ত এক ক্যাচ ধরেন তুষার দেশপাণ্ডে। ইমপ্যাক্ট সাব হিসাবে মাঠে নেমে বেঙ্কটেশ আইয়ার দু'টি চার মারলেও, নিজের পরের ওভারেই ৯ রানে তাঁকে ফেরান দীপক চাহার। চাহার ভাল বল করছেন দেখে পাওয়ার প্লেতে তাঁকে দিয়ে আরও একটি ওভার করতে ডেকে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।


হতাশ করেননি চাহার। নিজের তৃতীয় ওভারে কেকেআর ওপেনার জেসন রয়কে ১২ রানে আউট করেন তিনি। রয় গোটা ইনিংস জুড়েই ছন্দে ছিলেন না। পাওয়ার প্লের মধ্যে ৩৩ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় কেকেআর। এমন অবস্থায় নাইটদের লড়াইয়ে ফেরানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা ও এ মরসুমে নিজের পারফরম্যান্সে সকলের নজর কাড়া রিঙ্কু সিংহ। দুইজনেই দারুণ পরিপক্কতার পরিচয় দেখিয়ে প্রথমে ইনিংসের হাল ধরেন এবং পরে সেট হয়ে গেলে আগ্রাসী ব্যাটিং শুরু করেন।


স্পিনার হোক বা ফাস্ট বোলার দুই নাইট তারকাকে এদিন সিএসকের কোনও বোলারই রুখতে পারেননি। দেখতে দেখতে এ মরসুমে নিজের তৃতীয় অর্ধশতরানটি হাঁকিয়ে ফেলেন রিঙ্কু। যদিও অর্ধশতরানের পরেই ৫৪ রানে রান আউট হয়ে তাঁকে সাজঘরে ফিরতে হয়। কিন্তু ততক্ষণে কেকেআরের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। রানাও অধিনায়কোচিত ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তিনি ৫৭ রান করেন।






আরও পড়ুন: রুক্ষ-শুষ্ক চুলের সমস্যা দূর হবে নিমেষে, বাড়িতেই তৈরি করে নিন এই তিনটি হেয়ার মাস্ক