দুবাই: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৭ রানে হারের জন্য অতীতের ভুল না শুধরে নেওয়া এবং তার পুনরাবৃত্তি করাকেই দায়ী করলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ম্যাচ শেষে ধোনি জানান নিজের ব্যাটিং নিয়েও তিনি খুশি নন। বলেন, আমি ব্যাটে-বলে ভালভাবে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। হয়ত বেশি জোরে মারার চেষ্টা করছিলাম। উইকেট সম্পর্কে মাহি বলেন, পিচ কিছুটা মন্থর গতির ছিল। আউটফিল্ডও স্লো। শেষ কবে চেন্নাই পরপর তিনটে ম্যাচ হেরেছে এই নিয়ে ধোনিকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, হয়ত বহুদিন আগে। আদৌ কখনও হয়েছে কি না, সঠিকভাবে মনে পড়ছে না। তিনি স্বীকার করেন, অনেক ভুলভ্রান্তি হচ্ছে। মাঠে অনেক সময় দল বেশি আত্মতুষ্ট হয়ে পড়ছে। তাতে খেলায় ছন্দপতন ঘটছে। জলদি সেগুলিকে শুধরোতে হবে। সেটাই পেশাদারিত্বের পরিচয়। তাঁর মতে, একই ভুল বারবার হচ্ছে। যে কারণে দলকে ভুগতে হচ্ছে। তিনি বলেন, এদিনও ক্যাচ পড়েছে। নো-বল হয়েছে। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা না দেখালে ম্যাচ জেতা যায় না। তিনি যোগ করেন, কেউই ক্যাচ ফেলতে চায় না। কিন্তু, এই পর্যায়ে ক্যাচ ধরতে হবে। তিনি মনে করিয়ে দেন, এটা যদি কোনও নকআউট গেম হত, তাহলে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হতো। তবে তিনি আশাবাদী, ভবিষ্যতের ম্যাচগুলিতে আরও ভাল প্রদর্শন করবে তাঁর দল। উন্নতি করে আরও শক্তিশালী হয়ে ফিরবে সিএসকে।