চেন্নাই: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্রত্যাবর্তন ম্যাচের শেষ ওভারে নায়ক কেদার যাদব টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আইপিএলের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না তিনি।
চেন্নাইয়ের কোচ মাইকেল হাসি জানিয়েছেন, দুর্ভাগ্যবশত কেদার টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে আর খেলতে পারবে না। ওর হ্যামস্ট্রিংয়ের স্ক্যান রিপোর্ট এসেছে। আমার মনে হয়, গ্রেড টু টিয়ার রয়েছে। ওকে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। ওর পরিবর্ত হিসেবে কাউকে এখনও বাছা হয়নি। এ ব্যাপারে নির্দিষ্ট পদ্ধতি মেনে এগোতে হবে।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে চেন্নাই কেদারের চোট নিয়ে বড়সড় ধাক্কা খেল। এ কথা স্বীকার করে হাসি বলেছেন, আমাদের কাছে এটা একটা বড় ধাক্কা। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মিডল অর্ডারের অন্যতম ভরসা কেদার।
উল্লেখ্য, মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পেয়ে ডাগ আউটে ফিরে গিয়েছিলেন। এরপর ডোয়েন ব্র্যাভোর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ম্যাচে ফিরে আসে চেন্নাই।শেষ ওভারে চোট নিয়েও খেলতে নামেন কেদার। ছক্কা ও চার মেরে দলের জয় এনে দেন।
চেন্নাইয়ের পক্ষে ধাক্কা, মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারের নায়ক কেদার চোটের জন্য ছিটকে গেলেন আইপিএল থেকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Apr 2018 07:06 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -