বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে (CWG 2022) মহিলা হকির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দলের পরাজয়ের পর তোলপাড় ক্রীড়াদুনিয়া। বলা হচ্ছে, ভারত অবিচারের শিকার। প্রবল বিতর্কের মুখে দুঃখপ্রকাশ করল আন্তর্জাতিক হকি সংস্থা।


কী কারণে বিতর্ক


শুক্রবার মহিলা হকির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ ছিল। পরে পেনাল্টি শ্যুট আউটে ০-৩ গোলে হেরে যায় ভারত। যদিও প্রশ্ন উঠছে ফলাফল নিয়ে। অস্ট্রেলিয়ার প্রথম পেনাল্টি শটই আটকে দিয়েছিলেন ভারতের গোলকিপার সবিতা পুনিয়া। কিন্তু পরে দেখা যায়, অস্ট্রেলিয়ার রোজি ম্যালনের শট মারার সময় স্টপওয়াচে আট সেকেন্ডের কাউন্টডাউন শুরুই করা হয়নি। যে কারণে দ্বিতীয় সুযোগ দেওয়া হয় রোজিকে। সেই সুযোগে গোল করেন অজি তারকা।


দুঃখপ্রকাশ, খতিয়ে দেখার আশ্বাস


এই নিয়ে বিতর্কে তোলপাড় ক্রীড়াদুনিয়া। চাপের মুখে আন্তর্জাতিক হকি সংস্থা (FIH) দুঃখপ্রকাশ করেছে। সেই সঙ্গে গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। আন্তর্জাতিক হকি সংস্থা একটি বিবৃতিতে লিখেছে, 'ভারত-অস্ট্রেলিয়া হকি সেমিফাইনালে স্টপওয়াচ চালু হওয়ার আগেই শট নেওয়া শুরু হয়ে গিয়েছিল। গোটা ঘটনায় আমরা ক্ষমাপ্রার্থী।' যোগ করেছে, 'এই ধরনের ঘটনার ক্ষেত্রে নিয়ম হল শটটা ফের নেওয়া। সেটাি অনুসরণ করা হয়েছে। এই ঘটনা খতিয়ে দেখা হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে।'


হাড্ডাহাড্ডি লড়াই


কমনওয়েলথ গেমসে হকিতে স্বপ্নভঙ্গ মেয়েদের। সেমিফাইনালে পৌঁছে পদকের স্বপ্ন দেখাচ্ছিল ভারতীয় মহিলা হকি দল (Indian Womens Hockey Team)। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও শেষ হাসি হাসতে পারলেন না সবিতা, সঙ্গীতারা। পেনাল্টি (Penalty) শ্যুট আউটে গিয়ে ম্যাচ হারতে হল ভারতকে। টোকিও অলিম্পিক্সে সাফল্যের পর বার্মিংহাম কমনওয়েলথ গেমস থেকে পদক আসবে, এমনটাই আশা করেছিলেন সবাই। কিন্তু সোনা জয় অধরাই থেকে গেল মহিলা হকি দলের প্লেয়ারদের।


এর আগে মহিলাদের হকিতে অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি হয়েছে মোট ১৩ বার। তার মধ্যে ভারত মাত্র ২ বার জয় পেয়েছিল। এই ম্যাচ অস্ট্রেলিয়াকে হারালে ১৬ বছর পর কমনওয়েলথ গেমসের ফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ ছিল ভারতের মহিলা হকি দলের সামনে। কিন্তু ম্য়াচের প্রথম থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ কঠিন লড়াইয়ের সামনে পড়তে হয়েছিল নভনীতদের।


প্রথম কোয়ার্টারেই নিশ্চিত গোলের সুযোগ মিস করেন নভনীত কৌর। যদিও অস্ট্রেলিয়ার রেবেকা গ্রেনিয়ার সুযোগ পেয়ে তা মিস করেননি। প্রথম গোল করেন তিনিই। এগিয়ে যায় অজিরা। এরপর হাফ টাইম পর্যন্ত কোনও দলই আর গোল করতে পারেনি। অনেকগুলো সুযোগ পেলেও তা মিস করেন ভারতের প্লেয়াররা। তেকাঠির নীচে দুরন্ত ছিলেন সবিতা পুনিয়া। ওই একটি গোল হজম করা ছাড়া কিছু অনবদ্য সেভ করেন তিনি। চতুর্থ কোয়ার্টারে গোল পেয়ে যায় ভারত। বন্দনা কাটারিয়া ম্যাচে ভারতকে সমতায় ফিরিয়ে আনেন। ম্যাচ গড়ায় পেনাল্টিতে। কিন্তু সেখানে ৩-০ ব্যবধানে জিতে ফাইনালে চলে যায় অস্ট্রেলিয়া।


আরও পড়ুন: আজ জিতলেই সিরিজ দখলে ভারতের, কখন, কোথায় দেখবেন রোহিত-পুরানদের ম্যাচ?