ত্রিনিদাদ: ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর, দাপুটে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজও (IND vs WI 1st T20) শুরু করেছে টিম ইন্ডিয়া। ব্রায়ান লারা অ্যাকাডেমি স্টেডিয়ামে প্রথম ম্যাচে উইন্ডিজকে ৬৮ রানে পরাজিত করেছে ভারতীয় দল। তাও কোচ রাহুল দ্রাবিড়ের এক সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)।


প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে সিনিয়র তারকারা দলে ফেরায় সুযোগ পাননি দীপক হুডা। এই নিয়েই ক্ষোভে ফেটে পড়লেন ভারতের প্রাক্তন নির্বাচক। শ্রীকান্তর সাফ কথা টি-টোয়েন্টিতে দলে বেশি করে অলরাউন্ডারদের প্রয়োজন। টসে অধিনায়ক রোহিত শর্মা দল ঘোষণা করার পরেই শ্রীকান্ত বলেন, 'হুডা কোথায়? ও টি-টোয়েন্টিতে ভাল পারফর্ম করেছে, ওয়ান ডেতেও ভাল খেলেছে। এই দলে ওকে খেলানো উচিত ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারের প্রয়োজন, তা সে ব্যাটিং অলরাউন্ডার হোক বা বোলিং অলরাউন্ডার। দলে যত বেশি অলরাউন্ডার থাকবে, ততই ভাল।'


শ্রীকান্তের এই দাবির বিরুদ্ধে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ডিফেন্ড করে প্রাক্তন তারকা প্রজ্ঞান ওঝা বলেন, 'রাহুল ভাই (দ্রাবিড়) মনে করেন, কেউ যদি আগে ভারতীয় দলের হয়ে ভাল পারফর্ম করে থাকেন, তাহলে তাকে আগে সুযোগ দেওয়া এবং ব্যাক করার প্রয়োজন। তারপরেই বাকিদের সুযোগ হবে।' শ্রীকান্ত এর জবাবে আরও ক্ষেপে দিয়ে বলেন, 'রাহুল দ্রাবিড় কী ভাবে না ভাবে, সে দিয়ে কিছু যায় আসে না। এখন কাকে খেলানো উচিত বলে তোমার মনে হয়?' জবাবে ওঝাও মানেন যে বর্তমান ফর্মের বিচারে হুডারই সুযোগ পাওয়া উচিত ছিল।


এরপরে ভারতের হয়ে ব্যাট করতে নেমে শ্রেয়স সম্পূর্ণ ব্যর্থ হন। চার বলে শূন্য রান করে আউট হন শ্রেয়স। এরপরে স্বাভাবিকভাবেই ভারতীয় দলে তার জায়গা পাওয়া নিয়ে আরও প্রশ্ন উঠবে। দীপক ইতিমধ্যেই ভারতের হয়ে টি-টোয়েন্টি শতরানও করেছেন, তার বোলিংটাও মন্দ নয়। তবে চলতি সিরিজে ওয়ান ডেতে শ্রেয়স কিন্তু একাধিক ৫০ রান করেছেন, তাই তিনি ভাল ফর্মেই রয়েছেন। তাই দ্বিতীয় ম্যাচেই শ্রেয়স বাদ পড়েন কি না বা হুডা একাদশে সুযোগ পান কি না, সেটা দেখার বিষয় হবে। সোমবার (১ অগাস্ট) দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। 


আরও পড়ুন: ঝোড়ো ইনিংসে ম্যাচ বদলে দুই বিশেষ ব্যক্তিকে কৃতজ্ঞতা জানালেন কার্তিক