বার্মিংহাম: নিজেদের বিভাগে দিনের শুরুর দিকেই সোনা জিতেছিলেন নীতু এবং অমিত পাংহাল। এবার তৃতীয় ভারতীয় বক্সার হিসাবে কমনওয়েলথ গেসমে (CWG 2022) আজই ফের সোনা জিতলেন আরেক বক্সার। তিনি আর কেউ নন নিখাত জারিন (Nikhat Zareen)।


দাপুটে জয়


৫০ কেজি (ফ্লাইওয়েট) বিভাগে নর্দার্ন আয়ার্ল্যান্ডের কার্লি এমসি নলকে ৫-০ পরাজিত করলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, ভারতের গর্ব, নিখাত। কার্লি কিন্তু নিখাত বেশ বেগ দেবে বলে অনেকেই মনে করছিলেন। তবে নিখাত শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখান। এই নিয়ে আজ চতুর্থ সোনা আসল ভারতের ঝুলিতে। মোট স্বর্ণপদক সংখ্যা বেড়ে হল ১৭। এই জয়ের ফলে ভারত চলতি গেমসের পদক তালিকায়ও উপরে উঠে এল। ১৭টি সোনা, ১২টি রুপো ও ১৯টি ব্রোঞ্জ জয়ের সুবাদে ভারত বর্তমানে পদক তালিকায় চার নম্বরে রয়েছে। ভারতের মোট পদক সংখ্যা ৪৮, যা পঞ্চম স্থানে থাকা নিউজিল্যান্ডের থেকে তিন বেশি।


কিউয়িরা সমসংখ্যক সোনা ও রুপো জিতলেও, তিনটি ব্রোঞ্জ পদক কম জিতেছে। অবশ্য চার নম্বর থেকে তিনে উঠে আসা আপাতত ভারতীয় দলের নাগালের কিছুটা বাইরে। ২৩টি সোনাসহ মোট ৮৫টি পদক জিতে তিন নম্বরে রয়েছে কানাডা। যথাক্রমে এক ও দুইয়ে থাকা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তো এখনই ধরাছোঁয়ার বাইরে। তবে কানাডাকে পিছনে ফেলতে পারে ভারত। মোট পদকসংখ্যায় না হোক, বেশি সোনা জিতেই কানাডার থেকে পদক তালিকায় এগিয়ে যেতে পারে ভারতীয় দল।


নীতু, অমিতও সোনা জেতেন


এর আগে দিনের শুরুতে অমিত পাংহাল ফ্লাইওয়েট (৪৮ কেজি থেকে ৫১ কেজি) বিভাগে ভারতকে সোনা জেতেন। তাঁর বিরুদ্ধে ফাইনালে প্রতিপক্ষ ছিলেন কিয়ারান ম্যাকডোনাল্ড। ইংলিশ বক্সারকে ৫-০ হারান তিনি। ফলে পদকের রং বদলাল অমিতের। ২০১৮ সালে গোল্ড কোস্টে রুপো জিতেছিলেন অমিত, এবার উন্নতি ঘটিয়ে জিতে নিলেন সোনা। অপরদিকে, প্রথম কমনওয়েলথ গেমসে নেমেই সোনা জিতলেন নীতুও।  মহিলাদের বক্সিংয়ের মিনিমামওয়েট (৪৫ কেজি থেকে ৪৮ কেজি) ফাইনালে নীতুর প্রতিপক্ষ ছিলেন আয়োজক দেশের বক্সার ডেমি-জেড রেজটান। তাঁকেই ৫-০ হারিয়ে সোনা জিতলেন ভারতীয় বক্সার। 


আরও পড়ুন: সিঙ্গলসে সোনা জয়ের হাতছানি সিন্ধু, লক্ষ্যর, সেমিফাইনালে হারলেন শ্রীকান্ত