করাচি: সোমবারই (৮ অগাস্ট) বার্মিংহামে ২২তম কমনওয়েলথ গেমস শেষ হয়ে গিয়েছে। ধীরে ধীরে নিজেদের ঠিকানায় ফিরছেন সকল দেশের অ্যাথলিটরাই। তবে ফেরার সময়ই অবাক কাণ্ড। বার্মিংহাম থেকে নিখোঁজ দুই পাকিস্তানি বক্সার।
শেষদিনে নিখোঁজ
বুধবার দিন পাকিস্তান বক্সিং ফেডারেশনের (Pakistan Boxing Federation) সচিব নাসির টাঙ্গ জানান দুই পাকিস্তানি বক্সার সুলেমান বালোচ এবং নাজিরউল্লাহ, বেপাত্তা। কমনওয়েলথ গেমস (CWG 2022) শেষে বাকি অ্যাথলিটদের সঙ্গে দেশে ফেরার কথা ছিল ওই দুই বক্সারের। তবে ইসলামাবাদের উদ্দেশে রওনা দেওয়ার ঘণ্টা দু'য়েক থেকেই আর ওই বক্সারদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের সমস্ত নথিপত্র এদিকে আধিকারিকদের কাছে। টাঙ্গা জানান, 'পাসপোর্টসহ তাঁদের বিভিন্ন নথিপত্র বক্সিং ফেডারেশনের যেসব আধিকারিক দলের সঙ্গে গিয়েছিলেন, তাদের কাছেই রয়েছে।'
টাঙ্গ জানান সুলেমান ও নাসিরউল্লাহের নিখোঁজ হওয়ার বিষয়ে ইতিমধ্যেই ইংল্যান্ডে পাকিস্তানের হাই কমিশন এবং লন্ডনের সমস্ত অথিরিটদের অবগত করা হয়েছে। বাকি সকল পাকিস্তানি অ্যাথলিটদের নথিপত্র যেমন আধিকারিকদের দখলে রাখা রয়েছে, তেমনই ওই দুই নিখোঁজ বক্সারের নথিপত্রও রয়েছে বার্মিংহামে উপস্থিত পাক আধিকারিকদের কাছে। এই ঘটনায় নড়চড়ে বসেছে পাকিস্তান অলিম্পিক্স অ্যাসোসিয়েসন (পিওএ)। তারা চার সদস্যের এক কমিটি গঠন করেছে বক্সারদের নিখোঁজ হওয়ার বিষয়টা খতিয়ে দেখতে।
আগেও বেপাত্তা হয়েছেন পাক অ্যাথলিট
পাকিস্তানি অ্যাথলিটদের হঠাৎ করে বেপাত্তা হয়ে যাওয়ার বিষয়টা নতুন কিছু নয়। মাত্র দুই মাস আগেই হাঙ্গেরিতে ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়ে নিখোঁজ হয়ে যান পাক সাঁতারু ফয়জান আকবর। তবে নাজিরউল্লাহ, সুলেমানদের পর টুর্নামেন্টের পর নয়, তিনি টুর্নামেন্টের আগেই বেপাত্তা হয়ে যান। বুদাপেস্টে নামার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের পাসপোর্ট এবং যাবতীয় নথিপত্রসহ আকবর উধাও হয়ে যান। জুনেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এরপর এই নতুন ঘটনায় চিন্তা বাড়ছে পাকিস্তানি আধিকারিকদের।
প্রসঙ্গত, পাকিস্তান দল এবারের কমনওয়েলথে আটটি পদক জেতে. যার মধ্যে ভারোত্তোলন এবং জ্যাভলিন থ্রোয়ে আসে সোনা। অবশ্য বক্সিংয়ে একটিও পদক আসেনি পড়শি দেশের ঘরে। কোথায় গেলেন এবং ঠিক কী কারণেই বা গেলেন যার জন্য আর ফিরেই আসতে পারলেন না ওই বক্সারদ্বয়, এর পিছনের কারণ নিয়ে জল্পনা কল্পনা কিন্তু অব্যাহত।
আরও পড়ুন: প্রথম একাদশে সুযোগ না পেয়ে মুম্বই ছাড়তে চলেছেন সচিনপুত্র অর্জুন