সিঙ্গাপুর: বিশ্বরেকর্ড তছনছ করে দিয়েছেন তিনি। মাত্র আঠেরো বছর বয়সে দাবায় বিশ্বসেরার মুকুট ছিনিয়ে নিয়েছেন চিনের ডিং লিরেনের থেকে। ডি গুকেশ (D Gukesh) দাবায় বিশ্বের ১৮তম বিশ্বচ্যাম্পিয়ন।


বিশ্বনাথন আনন্দের পর ভারতের দ্বিতীয় দাবাড়ু হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। তাঁকে অভিনন্দনে ভরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রিকেট মাঠের কিংবদন্তি সচিন তেন্ডুলকররা।


রাষ্ট্রপতি মুর্মু লিখেছেন, 'গুকেশকে আন্তরিক অভিনন্দন। বিশ্বের কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু। ভারতকে গর্বিত করেছো। দাবায় ভারতের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছো। খুব ভাল করেছো গুকেশ। প্রত্যেক ভারতীয় হয়ে তোমাকে অভিনন্দন জানাচ্ছি।'


 






প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, 'অবিস্মরণীয় সাফল্যের জন্য অনেক অভিনন্দন গুকেশ। প্রতিভা, পরিশ্রম আর সংকল্পের পুরস্কার পেয়েছে। ওর সাফল্য শুধু দাবায় ওর নামটা অমর করে রাখল তাই নয়, নতুন প্রজন্মকে খেলাটার প্রতি আরও আকৃষ্ট করল।'


 






তবে সেরা বার্তাটা হয়তো পাঠিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন। তিনি লিখেছেন, 'চৌষট্টি খোপের দুনিয়ায় সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিলে। অভিনন্দন গুকেশ। ১৮ বছরে ১৮তম বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য।'


ডিং ৫৩তম চালে ভুল করার পর আবেগ গোপন করতে পারেননি গুকেশ। খেলার মাঝেই কাঁদতে শুরু করেন। জলপানের বিরতি নেন তিনি। তিনি বুঝেই গিয়েছিলেন যে, তাঁর মাথায় মুকুট ওঠা স্রেফ সময়ের অপেক্ষা। ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন ডিং। বিশ্বচ্যাম্পিয়নশিপের সিংহাসনচ্যুত হলেন তিনি।


আরও পড়ুন: চীনের বিরুদ্ধে কিস্তিমাত! দাবায় সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে রেকর্ডবুকে গুকেশ



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।