প্যারালিম্পিকসে সোনা জিতে মেয়ের শর্ত পূরণ দেবেন্দ্রর
Web Desk, ABP Ananda
Updated at:
14 Sep 2016 09:34 PM (IST)
NEXT
PREV
কলকাতা: ৬ বছরের জিয়া স্কুলে লোয়ার কিন্ডারগার্টেনের পরীক্ষায় প্রথম হওয়ার পর বাবা দেবেন্দ্র ঝাঝারিয়াকে বলেছিল, ‘আমি প্রথম হয়েছি। এবার তোমার পালা।’ মেয়ের সেই কথা মাথায় ছিল এই অ্যাথলিটের। প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতে মেয়েকে দেওয়া কথা রেখেছেন দেবেন্দ্র। ২০০৪ এথেন্স প্যারালিম্পিক্সের পর রিও-তে দ্বিতীয় ব্যক্তিগত সোনা জিতেছেন দেবেন্দ্র। নিজেরই বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন এই অ্যাথলিট। তিনি এই সাফল্যে এতটাই খুশি, পদক পাওয়ার পর সারারাত ঘুমোননি। ভোর পাঁচটা পর্যন্ত বাড়ির প্রিয়জনদের সঙ্গে ফোনে কথা বলেছেন। মেয়েকে খুশি করতে পেরে সবচেয়ে ভাল লাগছে দেবেন্দ্রর। গত দুটি প্যারালিম্পিক্সে দেবেন্দ্রর ইভেন্ট ছিল না। সেই কারণে তাঁর পক্ষে এই প্রতিযোগিতায় যোগ দেওয়া সম্ভব হয়নি। কিন্তু তাতে অনুশীলন থামাননি এই অ্যাথলিট। বাড়ি থেকে দূরে থেকে নিয়মিত অনুশীলন চালিয়ে গিয়েছেন তিনি। বাড়ি না যাওয়ার ফলে তাঁর দু বছর বয়সি পুত্র কাব্যন শুধু বাবার ছবি দেখেছে। তাঁকে সামনে থেকে দেখার সুযোগ পায়নি। দেবেন্দ্রর এই পরিশ্রম এবং ত্যাগস্বীকার সফল। সেই কারণেই তিনি আজ আনন্দিত। এবার রাজস্থানে নিজের বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন তিনি।
কলকাতা: ৬ বছরের জিয়া স্কুলে লোয়ার কিন্ডারগার্টেনের পরীক্ষায় প্রথম হওয়ার পর বাবা দেবেন্দ্র ঝাঝারিয়াকে বলেছিল, ‘আমি প্রথম হয়েছি। এবার তোমার পালা।’ মেয়ের সেই কথা মাথায় ছিল এই অ্যাথলিটের। প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতে মেয়েকে দেওয়া কথা রেখেছেন দেবেন্দ্র। ২০০৪ এথেন্স প্যারালিম্পিক্সের পর রিও-তে দ্বিতীয় ব্যক্তিগত সোনা জিতেছেন দেবেন্দ্র। নিজেরই বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন এই অ্যাথলিট। তিনি এই সাফল্যে এতটাই খুশি, পদক পাওয়ার পর সারারাত ঘুমোননি। ভোর পাঁচটা পর্যন্ত বাড়ির প্রিয়জনদের সঙ্গে ফোনে কথা বলেছেন। মেয়েকে খুশি করতে পেরে সবচেয়ে ভাল লাগছে দেবেন্দ্রর। গত দুটি প্যারালিম্পিক্সে দেবেন্দ্রর ইভেন্ট ছিল না। সেই কারণে তাঁর পক্ষে এই প্রতিযোগিতায় যোগ দেওয়া সম্ভব হয়নি। কিন্তু তাতে অনুশীলন থামাননি এই অ্যাথলিট। বাড়ি থেকে দূরে থেকে নিয়মিত অনুশীলন চালিয়ে গিয়েছেন তিনি। বাড়ি না যাওয়ার ফলে তাঁর দু বছর বয়সি পুত্র কাব্যন শুধু বাবার ছবি দেখেছে। তাঁকে সামনে থেকে দেখার সুযোগ পায়নি। দেবেন্দ্রর এই পরিশ্রম এবং ত্যাগস্বীকার সফল। সেই কারণেই তিনি আজ আনন্দিত। এবার রাজস্থানে নিজের বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন তিনি।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -