৪৭-এ পা দিলেন সৌরভ: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটারের ১০ টি রেকর্ড
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৭ তম জন্মদিন আজ। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার তিনি।
যে পাঁচ ভারতীয় ক্রিকেটারের একদিনের ক্রিকেটে ১০ হাজার রান রয়েছে, তাঁদের মধ্যে একজন সৌরভ। ৩০৮ ম্যাচে তাঁর সংগ্রহ ১১২২১ রান। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একদিনের ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রকারীদের তালিকায় তৃতীয় সৌরভ।
ভারতীয় বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে সর্বাধিক ২২ সেঞ্চুরির মালিক সৌরভ।
বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংস (১৯৯৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩) খেলার নজির রয়েছে সৌরভের।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ব্যক্তিগত সর্বাধিক স্কোর (১১৭ রান)-এর রেকর্ডও সৌরভের দখলে।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকর ও সৌরভের ওপেনিং জুটি সবচেয়ে ফলপ্রসু। তাঁদের জুটিতে ভারতের হয়ে ১৩৬ ম্যাচে ৬৬০৯ রান রয়েছে। দুজনের মধ্যে ২১ টি শতরানের পার্টনাশিপ রয়েছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ক্রিকেটার হিসেবে তিনটি শতরানের কৃতিত্ব সৌরভের।
একদিনের আন্তর্জাতিকে একমাত্র ক্রিকেটার হিসেবে পরপর চারবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সৌরভ।
সৌরভের নেতৃত্বে ভারত বিদেশে ২৮ টেস্টের মধ্যে ১১ টিতে জয়ী হয়েছে।
একদিনের ক্রিকেটে ১০ হাজার রানের পাশাপাশি ১০০ উইকেট ও ১০০ ক্যাচের কৃতিত্বও অর্জন করেছেন তিনি।
টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর শেষ টেস্টের শেষ ইনিংসে প্রথম বলেই আউট হয়ে যান তিনি।