মেয়ে ব্যক্তি হিসেবে আমাকে বদলে দিয়েছে: ধোনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jun 2018 07:29 PM (IST)
মুম্বই: এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে সর্বক্ষণই দেখা গিয়েছে তাঁর মেয়ে জিভাকে। মাঠে যখন বাবার দল খেলছে, তখন মায়ের সঙ্গে গ্যালারিতে দেখা গিয়েছিল জিভাকে। ম্যাচের শেষে দলের জয়ের উত্সবেও ধোনির সঙ্গে দেখা গিয়েছে জিভাকে। ধোনি বলছেন, মেয়ে জিভা তাঁকে ব্যক্তিগতভাবে বদলে দিয়েছে। তিনি বলেছেন, তাঁর ক্রিকেটার সত্ত্বার কোনও পরিবর্তন হয়েছে কিনা, তা তাঁর জানা নেই। কিন্তু বাবা হওয়ার পর ব্যক্তি হিসেবে তিনি বদলে গিয়েছেন। বিশেষ করে জিভাকে যখন কিছুটা ব্যাকফুটে রাখতে হয়। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বলেছেন, মেয়ে একজন ব্যক্তি হিসেবে তাঁকে বদলে দিয়েছে। কারণ, মেয়েরা সাধারণত বাবার ঘনিষ্ঠ হয়। ধোনি বলেছেন, আমার ক্ষেত্রে সমস্যা হল যে, ওর যখন জন্ম হয় (তিন বছর আগে), আমি এখানে ছিলাম না। বেশিরভাগ সময়টাই আমি ক্রিকেট খেলতে ব্যস্ত থাকি। তাই মেয়ের দুষ্টুমি বাগে আনতে আমার নাম করেই সবকিছু বলা হয়। আর মেয়ে যাতে তাঁর নাম শুনেই কথা শোনে সেজন্য অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ধোনি বলেছেন,'' খাবার না খেলে বলা হয়, বাবা চলে আসবে, খেয়ে নাও। কথা না শুনে কোনও দুষ্টুমি করলে বলা হয়, একদম ওটা করো না, বাবা চলে আসবে'। আইপিএলে মেয়ের সান্নিধ্য দারুণ উপভোগ করেছেন বলে জানিয়েছেন ধোনি। তিনি বলেছেন, আইপিএলে ও পুরো সময়টাইতেই ছিল। ওর সবচেয়ে বড় আবদার ছিল, মাঠের ভেতরে নিয়ে যাওয়ার। আসলে ওই ফাঁকা জায়গাটা ও খুব ভালোবাসে। আর আরও কয়েকজন বাচ্চা ছিল দলে। সকাল সকাল ঘুম থেকে উঠে খাবার খেয়ে ওর খেলা শুরু হত। এতগুলো বাচ্চা যখন হুটোপুটি করে খেলত তখন তা আমাদের পক্ষে খুবই তৃপ্তিদায়ক ছিল। ধোনি বলেছেন, জিভা ক্রিকেট দেখে কিনা, তা খেলাটা বোঝে কিনা, তা তাঁর জানা নেই। কিন্তু একদিন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের সময় মেয়েকে নিয়ে যেতে হয়েছিল। জিভা তখন সব প্রশ্নের উত্তর দিতে শুরু করেছিল বলে জানিয়েছেন ধোনি।