নির্বাসনের ৩ মাস পর অস্ট্রেলিয়ায় ক্রিকেট মাঠে ফিরলেন ডেভিড ওয়ার্নার
নির্বাসনের আওতায় আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার মূল ঘরোয়া প্রতিযোগিতা থাকলেও, এধরনের স্বাধীন লিগে খেলতে কোনও অসুবিধে নেই ত্রয়ীর। ছবি সৌজন্য- টুইটার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাশের মাঠে একই লিগের অন্য ম্যাচে খেলেন ব্যানক্রফট। ছবি সৌজন্য- টুইটার
বল কারচুপির দায়ে ওয়ার্নার ও অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথকে ১২ মাসের জন্য নির্বাসিত করা হয়। এছাড়া, ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নির্বাসিত করা হয়। গত মার্চে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে এই তিন ক্রিকেটার অভিযুক্ত হন। ছবি সৌজন্য- টুইটার
রান করার পাশাপাশি, ফিল্ডিং করার সময়ে একটি ক্যাচও নেন তিনি। ছবি সৌজন্য- টুইটার
বল-কারচুপির দায়ে নির্বাসনের পর এই প্রথম মাঠে নামলেন ওয়ার্নার। ডারউইনের সীমিত ওভারের স্ট্রাইক লিগের ওই ম্যাচে ওয়ার্নার ৩৬ রান করেন। ছবি সৌজন্য- টুইটার
অস্ট্রেলিয়ার প্রাক্তন সহ-অধিনায়ক সিটি সাইক্লোনের হয়ে নর্দার্ন টাইডের বিরুদ্ধে মারারা ক্রিকেট মাঠে ৫০-ওভারের একটি ম্যাচ খেলেন। ছবি সৌজন্য- টুইটার
প্রায় তিনমাস পর অস্ট্রেলিয়ায় ক্রিকেটে ফিরলেন বল-কারচুপির দায়ে ১২ মাসের নির্বাসন-প্রাপ্ত ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ছবি সৌজন্য- টুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -