নয়াদিল্লি : দক্ষিণ আফ্রিকায় বল বিকৃতি কেলেঙ্কারির ঘটনায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল থেকে নির্বাসিত হয়েছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফ্ট। প্রাক্তন অধিনায়ক ও সহ অধিনায়ক ১২ মাসের জন্য এবং ব্যানক্রফ্ট নয় মাসের জন্য নির্বাসিত হয়েছেন। ক্রিকেট খেলা নেই। তাই নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখতে দেখা গেল ওয়ার্নারকে। তাঁর সেই কাজের ভিডিও প্রকাশ্যে এসেছে। দ্য অস্ট্রেলিয়ান এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সিডনি সংলগ্ন শহরতলি মারউব্রাতে সমুদ্রের ধারে একটা বহু কোটি টাকার একটি বাড়ি তৈরি করছেন ওয়ার্নার। সেই বাড়িরই নির্মাণ কাজে হাত লাগিয়েছেন তিনি। ভিডিওতে ওয়ার্নারকে লোহার পাত নিয়ে যেতে এবং নির্মাণকাজে যুক্ত লোকজনদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। সেইসঙ্গে কাজের তদারকি করতেও দেখা গিয়েছে তাঁকে। ওয়ার্নারের স্ত্রী ক্যানডিস নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে ড্রিমহোম হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। ছবিতে তাঁদের দুই কন্যাকে নির্মাণ স্থলের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।