বিরাটের কাছ থেকে নৈশভোজের আমন্ত্রণের অপেক্ষায় ওয়ার্নার
Web Desk, ABP Ananda | 15 Jan 2020 08:29 PM (IST)
গতকাল চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচ ১০ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১১২ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন।
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি কবে নৈশভোজের আমন্ত্রণ জানাবেন, তার অপেক্ষায় অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএল-এর দল সানরাইজার্স হায়দরাবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে বিরাট কোহলির ফোন পাওয়ার অপেক্ষায় আছি। ভারতে ক্রিকেট খেলতে আসতে দারুণ লাগে। এখানে প্রচুর দর্শক দলকে সমর্থন করতে আসেন।’ গতকাল চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচ ১০ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১১২ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন। তিনি ১৭টি বাউন্ডারি ও তিনটি ছক্কা মারেন। অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ ১১০ রানে অপরাজিত থাকেন। শুক্রবার রাজকোটে দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ জিতলেই সিরিজ দখল করবে অস্ট্রেলিয়া। তার আগে অবশ্য ওয়ার্নার জানিয়েছেন, ‘দ্বিতীয় ম্যাচে অন্যরকম খেলা হতে পারে। প্রবল লড়াই হতে পারে। ভারতীয় দলে বিরাট, রোহিত (শর্মা), (কে এল) রাহুল আছে। (জসপ্রীত) বুমরাহ দলে ফিরেছে।’