চট্টগ্রাম: #দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ২২৫। প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে তারা পিছিয়ে ৮০ রানে। হাতে রয়েছে আট উইকেট। ম্যাচের রাশ নিজেদের হাতে নেওয়ার লক্ষ্যে এগোচ্ছে অস্ট্রেলিয়া। স্মিথ আউট হওয়ার পর তৃতীয় উইকেটে ওয়ার্নার ও হ্যান্ডসকোম্ব ১২৭ রান যোগ করেছেন।
ক্রিজে রয়েছেন ওয়ার্নার (৮৮) ও হ্যান্ডসকোম্ব (৬৯)।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ম্যাট রেনশকে হারিয়ে ধাক্কা খেলেও দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ জুটিতে পাল্টা লড়াই শুরু করে অস্ট্রেলিয়া। স্মিথ অর্ধশতরান পূর্ণ করে নেন। ধীরে সুস্থে খেলছেন ওয়ার্নারও। কিন্তু দলের ৯৮ রানের মাথায় ছন্দপতন। তৈজুল ইসলামের বলে আউট স্মিথ (৫৮)। এর আগে মুস্তাফিজুরের বলে মাত্র ৪ রান করে আউট হন রেনশ। দলের রান তখন ৫।
এর আগে দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংস ৩০৫ রানে শেষ হয়ে যায়। গতকালের ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে এদিন খেলা শুরু করে বঙ্গব্রিগেড। মধ্যাহ্নভোজের বিরতির আগেই বাকি চার উইকেট হারায় বাংলাদেশ। অসি স্পিনার নাথন লিওন প্রথম দিনে পাঁচ উইকেট নিয়েছিলেন। এদিন নেন আরও দুই উইকেট। সবমিলিয়ে ৯৪ রানে ৭ উইকেট দখল করেছেন তিনি। এ আগরের দখলে গিয়েছে দুই উইকেট। বাংলাদেশের পক্ষে মুশফিকর রহিম সর্বোচ্চ ৬৯ রান করেন। এছাড়াও সাব্বির রহমান ৬৬ এবং নাসির হুসেন ৪৫ রান করেছেন।
উল্লেখ্য, দুই টেস্টের সিরিজে ১-০ এগিয়ে বাংলাদেশ।
দাপট ওয়ার্নার ও হ্যান্ডসকোম্বের, দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ২২৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Sep 2017 02:00 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -