মুম্বই:আগামী নভেম্বরেই অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট। গোলাপি বলে সিরিজের তৃতীয় ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)-র হারুন লর্গ্যাট বলেছেন, দেশের টেস্ট ক্রিকেটারদের সঙ্গে আলোচনা ও বিবেচনার পর দিন-রাতের টেস্টের সম্ভাবনার বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামী ২৪ নভেম্বর থেকে ওই টেস্ট শুরু হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড সিএসএ-র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি দিন-রাতের হবে। এই সিদ্ধান্ত ক্রিকেট অনুরাগীদের, বিশেষ করে যাঁরা ওই ম্যাচ দেখতে আসার পরিকল্পনা করছেন, তাঁদের খুশি করবে।
সাদারল্যান্ড আরও বলেছেন, গত বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম দিনরাতের টেস্ট দেখতে এসেছিলেন প্রায় ১.২৪ লক্ষ দর্শক। কাজেই দিন-রাতের টেস্টের ভবিষ্যত্ উজ্জ্বল বলেই মনে করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডিভিলিয়ার্সও বলেছেন, তাঁর দলের পক্ষে ওই ম্যাচ একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। তিনি বলেছেন, এ ধরনের আকর্ষণীয় ধারণার বিরুদ্ধে তাঁরা কখনোই ছিলেন না। কিন্তু সম্পূর্ণ নতুন পরিস্থিতির জন্য সেরা সুযোগটির জন্য অপেক্ষা করছিলেন। দুটি অনুশীলন ম্যাচের মাধ্যমে দিন-রাতের টেস্ট খেলার প্রস্তুতি নেওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
নভেম্বরে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jun 2016 10:42 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -