নয়াদিল্লি: দিল্লির অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল নির্বাচনকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড। দলে সুযোগ না পাওয়া এক ক্রিকেটারের ভাড়া করা গুণ্ডাদের হাতে আক্রান্ত জাতীয় দলের প্রাক্তন পেসার তথা দিল্লির নির্বাচক অমিত ভাণ্ডারি। তাঁর অভিযোগ, ওই ক্রিকেটার প্রথমে তাঁকে চড় মারে। এরপর গুণ্ডাদের লেলিয়ে দেয়। সেন্ট স্টিফেন্স কলেজ মাঠে এই ঘটনা ঘটে। অন্তত ২৫ জন হকি স্টিক নিয়ে তাঁকে মারে। মাথা সহ শরীরের বিভিন্ন অংশে চোট পেয়েছেন তিনি। তবে হাসপাতাল সূত্রে খবর, এই প্রাক্তন ক্রিকেটার বিপন্মুক্ত।




বুধবার থেকে শুরু হচ্ছে নক-আউট একদিনের প্রতিযোগিতা। তার জন্য সেন্ট স্টিফেন্স কলেজ মাঠে ট্রায়াল চলছিল। সেখানেই এই ঘটনা ঘটে। অমিতের অভিযোগ, তাঁকে প্রাণে মারার হুমকি দেয় গুণ্ডারা। অন্য দুই নির্বাচককেও হুমকি দেওয়া হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অমিতের বয়ান নেওয়া হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।



দিল্লি ক্রিকেটে এই ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। কিছুদিন আগেই অনূর্ধ্ব-১৬ দলে এক ক্রিকেটারকে না নেওয়ায় নির্বাচকদের আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়া হয়েছিল। এবার নির্বাচককে মারধর করা হল।