গতকাল প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ তম টি ২০ ম্যাচ খেললেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এই তালিকায় সবার উপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড। তিনি খেলেছেন ৪৪৬ টি ম্যাচ।
গতকাল সেডোন পার্কে এমন একটি ঘটনা ঘটল যা সচরাচর দেখা যায় না। প্রথম ইনিংসে মাঠের ভেতর ঢুরে পড়লেন ধোনির এক অনুরাগী। হাতে তাঁর ভারতের জাতীয় পতাকা। দৌড়ে এসে ওই অনুরাগী নিচু হয়ে ধোনির পা স্পর্শ করেন। অনুরাগীর হাতে থাকা জাতীয় পতাকা মাটি স্পর্শ করবে বুঝতে পেরেই ধোনি তাঁর হাত থেকে অত্যন্ত দ্রুততার সঙ্গে জাতীয় পতাকাটি নিয়ে নেন। ততক্ষণে নিরাপত্তা কর্মীরা ওই অনুরাগীকে মাঠের বাইরে নিয়ে যান।
সম্প্রতি একটি সাক্ষাত্কারে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, ধোনি এমন এক ক্রিকেটার যাঁর অভিজ্ঞতা বাজারে কেনা বা বেচা যায় না। এখনও ও দুর্দান্ত ব্যাটসম্যান এবং দলের হয়ে ম্যাচ ফিনিস করে আসে। এখনকার ধোনি হয়ত ২০০৮ বা ২০১১-র নয়। কিন্ত ওর যে অভিজ্ঞতা রয়েছে তা অমূল্য।