লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগের দিন ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ সম্পর্কে তাঁর মূল্যায়ণ, ‘ক্রিজে নির্মম অস্ত্রোপচার করে বিরাট। ও অসম্ভব ফোকাসড থাকে, কঠোর পরিশ্রম করে, গ্যাপে বল পাঠায় এবং চাপের মুখে শান্ত থাকে। খেলা নিজের নিয়ন্ত্রণে আনার উপযুক্ত সময় ও ঠিক বুঝতে পারে। ও অসাধারণ প্রতিভার অধিকারী। কিন্তু ওর পরিশ্রম করার ইচ্ছা আরও বেশি।’
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপের শেষ ম্যাচে ভারতের কাছে হেরেই ছিটকে গিয়েছে প্রোটিয়ারা। তবে তা সত্ত্বেও বিরাটের চাপ নেওয়ার ক্ষমতা এবং দলকে ফাইনালে তোলার প্রশংসা করছেন ডিভিলিয়ার্স। তিনি বিরাটের জনপ্রিয়তা দেখেও মুগ্ধ।
ক্রিজে নির্মমভাবে অস্ত্রোপচার করে বিরাট, বলছেন ডিভিলিয়ার্স
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jun 2017 09:03 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -