লডারহিল: সহজ ম্যাচ কঠিন করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৪ উইকেটে জয় পেল ভারতীয় দল। জয়ের নায়ক নবাগত পেসার নবদীপ সাইনি। তিনি জীবনের প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, খলিল আহমেদ, ক্রুণাল পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২৪ রান করেন তারকা ওপেনার রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’টি করে উইকেট নেন শেলডন কট্রেল, সুনীল নারিন ও কিমো পল।


আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপের পর এটাই ভারতের প্রথম ম্যাচ। বিশ্বকাপের দলে কয়েকটি পরিবর্তন হয়। চোট সারিয়ে দলে ফেরেন বাঁ হাতি ওপেনার শিখর ধবন। বাদ পড়েন লোকেশ রাহুল। খেলার সুযোগ পান মণীশ পাণ্ডে, ক্রুণাল, সাইনি, খলিল, ওয়াশিংটন। অভিষেক ম্যাচেই পেসার নবদীপ সাইনির দুর্দান্ত বোলিং। যোগ্য সঙ্গত করেন ভুবনেশ্বর, জাডেজারা। বোলারদের ভাল পারফরম্যান্সের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে স্বল্প রানে বেঁধে রাখে ভারত। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ৯৫ রান করে ক্যারিবিয়ানরা। দলের অর্ধেকের বেশি রান করেন কিয়েরন পোলার্ড (৪৯)। তিনি ছাড়া দুই অঙ্কের রান করেন শুধু নিকোলাস পুরাণ (২০)।

টসের পর বিরাট জানান, টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে দলকে নতুন করে সাজানোই তাঁর লক্ষ্য। সেই লক্ষ্যের শুরুটা ভালই করে ভারত। কিন্তু বোলারদের পারফরম্যান্স ভাল হলেও, ব্যাটসম্যানরা মোটেই ভাল খেলতে পারলেন না। বিরাট ও মণীশ ১৯ রান করেন। ক্রুণাল ১২ রান করেন। জাডেজা ১০ ও ওয়াশিংটন ৮ রান করে অপরাজিত থাকেন। ধবন মাত্র ১ রান করেই ফেরেন। ঋষভ পন্থ প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে আউট হন।

ভারতীয় দল- শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ক্রুণাল পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি ও কে খলিল আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ দল- জন ক্যাম্পবেল, এভিন লিউইস, নিকোলাস পুরাণ, শিমরন হেটমায়ার, কিয়েরন পোলার্ড, রভম্যান পাওয়েল, কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), সুনীল নারিন, কিমো পল, শেলডন কট্রেল ও ওশানে টমাস।