Tendulkar on Deepika Kumari: অলিম্পিক্সে কী করবেন তার ঝলক দেখাচ্ছেন দীপিকা, উচ্ছ্বসিত সচিন

তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ থ্রি পর্বে দীপিকা কুমারীর পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর।

Continues below advertisement

মুম্বই: তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ থ্রি পর্বে দীপিকা কুমারীর পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। এতটাই যে, মাস্টার ব্লাস্টার বলে দিলেন, অলিম্পিক্সে কী করতে পারেন, তার ঝলক দেখাতে শুরু করেছেন দীপিকা।

Continues below advertisement

প্যারিসে তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ থ্রি পর্বে এক ঝাঁক পদক নিয়ে ফিরেছেন ভারতীয় তারকারা। শুরুটা হয়েছিল অভিষেক বর্মাকে দিয়ে ৷ প্যারিসে চলতি তিরন্দাজি বিশ্বকাপের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন অভিষেক ৷ এরপর দলগত বিভাগেও ভারতের ঝুলিতে এসেছে সোনার পদক ৷ ফাইনালে মহিলাদের রিকার্ভ টিম সোনার পদক ছিনিয়ে নিয়েছে ৷ সেই সঙ্গে পদক এসেছে মিক্সড টিম ইভেন্টেও ৷ দু‘টি দলেই ছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারী ৷

রবিবার ওয়ার্ল্ড কাপ স্টেজ থ্রি-র ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল ভারতের মহিলাদের রিকার্ভ টিম ৷ দলে ছিলেন দীপিকা কুমারী (Deepika Kumari), অঙ্কিতা ভকত ও কোমালিকা বারি ৷ মেক্সিকোকে হারিয়ে সোনা জিতে নেন দীপিকারা ৷ রবিবারই সোনা জিতেছেন তারকা তিরন্দাজ দম্পতি দীপিকা কুমারী ও অতনু দাস৷ মিক্সড টিমে রিকার্ভ ইভেন্টের ফাইনালে দীপিকা-অতনুর লড়াই ছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৷ ডাচ জুটিকে হারিয়ে সোনা জেতেন বঙ্গ দম্পতি ৷ প্রতিযোগিতায় এটি ভারতের তৃতীয় সোনা ৷

এরপরই সচিন ট্যুইট করেছেন, 'দুর্দান্ত পারফরম্যান্স দীপিকা। সমস্ত সম্মান ও স্বীকৃতি তোমার প্রাপ্য। প্যারিসে তিরন্দাজি বিশ্বকাপে তোমার পারফরম্যান্স শুধু একটা ঝলক দেখাল অলিম্পিক্সে তুমি কী করতে চলেছো। তোমার জন্য গর্বিত। টোকিও অলিম্পিক্সের জন্য অনেক শুভেচ্ছা রইল।'

অলিম্পিক্সের ঠিক আগে আন্তর্জাতিক পর্যায়ে তিরন্দাজিতে ভারতের এই সাফল্যের বেশ গুরুত্ব রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই সাফল্যে বাংলার দুই তারকার অবদানও মনে রাখার মতো। সাফল্যের আনন্দে স্ত্রী দীপিকাকে চুম্বন করে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অতনু। মুহূর্তে সেটি ভাইরালও হয়। ৷

Continues below advertisement
Sponsored Links by Taboola