নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) আটটি দল থেকে বেড়ে দশটি দলের টুর্নামেন্টে পরিণত হতে চলেছে। ফলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আপাতত দুটি নতুন দলের জন্য সম্ভাব্য ক্রেতা খোঁজে রয়েছেন। সূত্রের খবর, বলিউডের তারকা দম্পতি রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন, দল কেনার দৌড়ে নাম লেখাতে চলেছেন।
২০ জন ক্রেতার মধ্যে অন্যতম নাম হতে পারে রণবীর ও দীপিকা। এই তারকা জুটি কয়েকটি সংস্থার মধ্যে অন্যতম যারা নতুন দুটি আইপিএল দলের জন্য বিড করছেন।
তাঁদের যোগ্যতা পরীক্ষা করা হতে পারে কারণ দুটি নতুন দলের দর উঠতে পারে তিন হাজার কোটি টাকা পর্যন্ত। আইপিএল দল কেনার দৌড়ে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড (Man United) কর্তা গ্লেজার পরিবার (Glazer family), এক আমেরিকান কনসর্টিয়াম, একটি ফার্মা সংস্থা ও আরপিজি গোয়েঙ্কার কর্তারা।
আইপিএলের ২০২২ সালের মরসুমে, বিসিসিআই নতুন দুই দলের টেন্ডার ডকুমেন্ট কেনার ডেডলাইন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, কিছু শর্ত মানলে বিদেশি বিনিয়োগকারীরাও দর জমা দিতে পারেন, কিন্তু বিসিসিআই কোনও বিদেশি সংস্থা বাছতে ইচ্ছুক নয়। খবর অনুযায়ী, তারা ভারতীয় ক্রেতারই খোঁজ করছেন।
সম্প্রতি কানাঘুষো শোনা যাচ্ছিল, যে ম্যান ইউয়ের মালিক গ্লেজার পরিবার এবার ক্রিকেটেও দল কিনতে আগ্রহী। আর আসন্ন আইপিএলেই দুটো ফ্রাঞ্চাইজি কিনতে আগ্রহী তাঁরা। ক্লাবের পক্ষ থেকে নাকি আগামী মরসুমে আইপিএলের জন্য নতুন দলের দরপত্র তুলেছেন।
আরও পড়ুন: OMN vs SCT, Match Highlights: ওমানকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ তে স্কটল্যান্ড
বিসিসিআই সূত্র মারফৎ জানা গিয়েছে যে, দল নেওয়ার ব্যাপারে দৌড়ে রয়েছে লখনউ ও আমদাবাদ। সেখানকার বিশ্বমানের স্টেডিয়ামের জন্যই দৌড়ে এগিয়ে রয়েছে এই দুটো স্টেডিয়াম। সূত্রের খবর, গোয়াঙ্কা গ্রুপ ও আদিত্য বিড়লা গ্রুপ লখনউয়ের দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সেখানে আদানি গ্রুপ আমদাবাদের দলের জন্য বিড নিতে চলেছে।