জেসন রয়ের অপরাজিত ৯১, মুম্বইকে ৭ উইকেটে হারাল দিল্লি
Web Desk, ABP Ananda | 14 Apr 2018 09:24 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
মুম্বই: এবারের আইপিএল-এ টানা তিন ম্যাচে হেরে গেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। আজ ওয়াংখেড়েতে বড় রান তাড়া করতে নেমেও মুম্বইকে সহজেই ৭ উইকেটে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় পেল দিল্লি ডেয়ারডেভিলস। জয়ের নায়ক ওপেনার জেসন রয়। এই ডানহাতি ব্যাটসম্যান ৫৩ বলে ৯১ রানে অপরাজিত থাকেন। তিনি ৬টি ছক্কা ও ৬টি বাউন্ডারি মারেন। দিল্লির তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থও ভাল পারফরম্যান্স দেখান। তিনি ২৫ বলে ৪৭ রান করেন। শ্রেয়াস আয়ার ২৭ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীর। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯৪ রান করে মুম্বই। ওপেনার সূর্যকুমার যাদব ৫৩, এভিন লিউইস ৪৮ ও ঈশান কিষান ৪৪ রান করেন। ট্রেন্ট বোল্ট, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ও রাহুল তেওয়াতিয়া দু’টি করে উইকেট নেন। ঘরের মাঠে বড় রান তুলে জয়ের আশা ছিল মুম্বই। কিন্তু বোলাররা ভাল পারফরম্যান্স দেখাতে না পারায় রোহিতকে আজও হতাশ হয়েই মাঠ ছাড়তে হল।