বৃষ্টির জন্য দিল্লি-রাজস্থান ম্যাচ বিলম্বিত
Web Desk, ABP Ananda | 02 May 2018 08:55 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: বৃষ্টির জন্য আজ আইপিএল-এ দিল্লি ডেয়ারডেভিলস ও রাজস্থান রয়্যালসের ম্যাচ এখনও শুরু হল না। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্ক রাহানে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই বৃষ্টি নামে। শেষ খবর পাওয়া গিয়েছে, বৃষ্টি থেমেছে। ৯.১০ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে, কখন ম্যাচ শুরু হবে। ওভার সংখ্যা কমানো হতে পারে বলে মনে করা হচ্ছে।