ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল এখনও ঘোষিত হয়নি। তবে শোনা যাচ্ছে রামদিন সেই দলে থাকবেন না। সেই কারণেই বোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন এই উইকেটরক্ষক। দল নির্বাচন কমিটির নতুন চেয়ারম্যান বলছেন, রামদিনের গড় ভাল না। এ কথা জানতে পেরে ব্রাউনকে সরাসরি আক্রমণ করেছেন রামদিন। তিনি টেস্টে নিজের ২৫.৮৭ গড়ের পাশে ব্রাউনের ১৬ গড় এবং একটিও শতরান না করতে পারার কথা তুলে ধরে তাঁকে নির্লজ্জ বলেও দাবি করেছেন। ২০০৫ সালে ব্রাউনের বদলেই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে সুযোগ পান রামদিন। তিনি ৭৪টি টেস্টে ২৮৯৮ রান করেছেন। ১৩টি টেস্টে অধিনায়কও ছিলেন এই উইকেটরক্ষক। বাদ পড়ার আশঙ্কায় সেই কারণেই তিনি ব্রাউনকে আক্রমণ করেছেন। এর আগে ২০১২ সালে ভিভ রিচার্ডস তাঁর সমালোচনা করার পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে শতরান করে প্রাক্তন এই কিংবদন্তিকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন রামদিন। এবার তিনি নয়া বিতর্কে জড়ালেন। বাদ পড়ার আশঙ্কা, নির্বাচক প্রধানকে তোপ রামদিনের
Web Desk, ABP Ananda | 07 Jul 2016 05:42 PM (IST)
পোর্ট অফ স্পেন: ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়ার সম্ভাবনা দেখে বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান কোর্টনি ব্রাউনের তীব্র সমালোচনা করলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক দীনেশ রামদিন। তিনি ট্যুইট করে শেষ দুই টেস্ট ইনিংসে অস্ট্রেলিয়ার মাটিতে যথাক্রমে ৫৯ ও ৬২ রান করার কথা উল্লেখ করে লিখেছেন, ভাল খেলেও দল থেকে বাদ পড়তে হবে।