করাচি: জাতীয় দলে ফের সুযোগ চাইছেন পাকিস্তানের অভিজ্ঞ অফস্পিনার সঈদ আজমল। ৩৯ বছর বয়সি এই ক্রিকেটারের দাবি, ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের পুরস্কার তাঁর প্রাপ্য। নির্বাচকদের উচিত তাঁকে ফের দেশের হয়ে খেলার সুযোগ দেওয়া।


সমালোচকরা অবসর নেওয়ার দাবি তুললেও, আজমল স্পষ্ট করে দিয়েছেন, এখনই ক্রিকেটকে বিদায় জানানোর কোনও পরিকল্পনা তাঁর নেই। আরও বেশ কিছুদিন খেলতে চান তিনি। এক সাক্ষাৎকারে আজমল বলেছেন, ‘লোকে যা-ই ভাবুক বা বলুক না কেন, আমার নিজের উপর ভরসা আছে। আমি নিজের দক্ষতার বিষয়ে আত্মবিশ্বাসী। আমি জানি, আন্তর্জাতিক ক্রিকেটে ফের সুযোগ পাওয়ার যোগ্যতা আছে আমার।’

২০১৪ সালে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আজমলকে নির্বাসিত করে আইসিসি। তার আগে পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই পাকিস্তানের হয়ে অসাধারণ পারফরম্যান্সে দেখিয়েছিলেন এই স্পিনার। ২০১৫ সালের এপ্রিলে বাংলাদেশের বিরুদ্ধে দুটি সংক্ষিপ্ত ওভারের ম্যাচের পর আর জাতীয় দলে সুযোগ পাননি আজমল। তবে নিয়মিত প্রথম শ্রেণির ম্যাচ খেলে চলেছেন তিনি। সেখানে সাফল্যও পাচ্ছেন। সেই কারণেই জাতীয় দলে ফের সুযোগ চাইছেন আজমল।