নয়াদিল্লি: সম্প্রতি বিদেশ সফরে ব্যর্থ হলেও, আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতের সাফল্যের বিষয়ে আশাবাদী দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডিভিলিয়ার্স। তিনি বলেছেন, ‘ভারতের এবার ভাল সুযোগ আছে। ওরা দক্ষিণ আফ্রিকায় ভাল খেলেছিল। তবে তা সত্ত্বেও হেরে যায়। ইংল্যান্ডেও হেরে গিয়েছে ভারতীয় দল। তবে প্রথম টেস্টে যে কোনও দলই জিততে পারত। ভারতীয় দল জিতলে সিরিজের ফল অন্যরকম হতেই পারত। অস্ট্রেলিয়ায় যদি ভারতের পেসাররা ফিট থাকে, তাহলে খুব ভাল সুযোগ আছে। কয়েকজন পুরোপুরি ফিট নয়। ওরা যদি তৈরি থাকে, তাহলে ভারতের বোলিং আক্রমণ এই মুহূর্তে অন্যতম সেরা। আর ব্যাটসম্যানরা কী করতে পারে, সেটা আমরা সবাই জানি।’
ডিভিলিয়ার্স আরও বলেছেন, ‘অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলকে সুযোগ কাজে লাগাতে হবে। সেখানে প্রথম টেস্ট ম্যাচ হেরে গেলে আর কিছু করা যাবে না। বিদেশে সিরিজের শুরুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে প্রথম টেস্ট ম্যাচ হেরে যায় ভারতীয় দল। এরপর তারা সিরিজ খোয়ায়। অস্ট্রেলিয়ায় সেটা করলে হবে না।’
ইংল্যান্ডে ব্যর্থ হলেও অস্ট্রেলিয়ায় জিততে পারে ভারত, আশা ডিভিলিয়ার্সের
Web Desk, ABP Ananda
Updated at:
20 Oct 2018 06:44 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -