আর এই ছবি দেখে হাসি সামলাতে পারলেন না যুবরাজ সিংহ, হরভজন সিংহ ও ঋদ্ধিমান সাহারা।
ছবিতে লাফিং ইমোজি দিয়েছেন যুবি ও ঋদ্ধি। আর হরভজন জাডেজাকে ‘কর্মচাঁদ’ বলে অভিহিত করেছেন।উল্লেখ্য, টেলিভিশনে একটি গোয়েন্দা সিরিয়ালের চরিত্র ‘কর্মচাঁদ’।
প্রথম ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার কাছে ৩৪ রানে হেরে গিয়েছে। রোহিত শর্মার ১২৯ বলে ১৩৩ রানের একক প্রচেষ্টা কাজে আসেনি।
ভারতের সামনে এখন সিরিজে সমতা ফেরানোর লড়াই।