নয়াদিল্লি: ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোয় পাকিস্তানের ক্রিকেটারদের পাল্টা তোপ দাগলেন ভারতীয় দলের ওপেনার শিখর ধবন। তিনি বলেছেন, ‘কেউ যদি আমাদের দেশের বিষয়ে কিছু বলে, আমরা বলব উঠে দাঁড়াও। বাইরের কারও আমাদের পরামর্শ দেওয়ার দরকার নেই। প্রথমে নিজেদের দেশটা ঠিক করো, তারপর অন্যদের বিষয়ে কথা বলো। একটি প্রবাদ আছে, কাচের ঘরে বসে অন্যদের দিকে পাথর ছোঁড়া উচিত নয়।’
জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার সহ বিভিন্ন বিষয়ে শাহিদ আফ্রিদির মতো ক্রিকেটাররা প্রায়ই ভারতের বিরুদ্ধে তোপ দাগেন। এর আগেও তাঁদের উদ্দেশে পাল্টা তোপ দেগেছেন ধবন। তিনি ফের পাক ক্রিকেটারদের সমালোচনা করলেন।
কাচের ঘরে বসে অন্যদের দিকে পাথর ছুঁড়ো না, পাকিস্তানি ক্রিকেটারদের তোপ ধবনের
Web Desk, ABP Ananda
Updated at:
30 Sep 2019 10:44 AM (IST)
জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার সহ বিভিন্ন বিষয়ে শাহিদ আফ্রিদির মতো ক্রিকেটাররা প্রায়ই ভারতের বিরুদ্ধে তোপ দাগেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -