স্ত্রীর অসুস্থতা, অস্ট্রেলিয়া সিরিজের প্রথম তিন ম্যাচে ছুটি দেওয়া হল ধবনকে
Web Desk, ABP Ananda | 14 Sep 2017 04:36 PM (IST)
নয়াদিল্লি: মায়ের অসুস্থতার জন্য শ্রীলঙ্কা সফরে একমাত্র টি-২০ ম্যাচ না খেলেই দেশে ফিরে এসেছিলেন ভারতের বাঁ হাতি ওপেনার শিখর ধবন। এবার স্ত্রীর অসুস্থতার জন্য দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম তিনটি ম্যাচে ছুটি দেওয়া হল এই ওপেনারকে। তাঁকে ছেড়ে দেওয়া হলেও, অন্য কোনও ক্রিকেটারকে নেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচকরা। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় তাঁর পাশে থাকার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম তিন ম্যাচে ছুটি চেয়েছিলেন ধবন। তাঁর সেই আবেদন মঞ্জুর করা হয়েছে।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, সেখানে ধবন ছাড়াও ওপেনার হিসেবে আছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। শ্রীলঙ্কা সফরে অবশ্য রাহুলকে মিডল অর্ডারে ব্যাট করতে পাঠানো হচ্ছিল। সেই নীতি বহাল থাকলে রোহিতের সঙ্গে অজিঙ্ক রাহানেকে ওপেন করতে পাঠানো হতে পারে।