চুক্তি শেষের পরেও নাম ব্যবহার, মোবাইল ফোন সংস্থার বিরুদ্ধে আদালতে ধোনি
Web Desk, ABP Ananda | 29 Jan 2017 04:08 PM (IST)
নয়াদিল্লি: চুক্তি শেষ হয়ে যাওয়ার পাঁচ বছর পরেও তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে দেখানোর অভিযোগে এক মোবাইল ফোন সংস্থার বিরুদ্ধে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়কের অভিযোগ, ২০১২ সালের ডিসেম্বরেই ওই সংস্থার সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও তাঁর নাম ব্যবহার করে চলেছে ওই সংস্থাটি। এর আগেও তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত ওই সংস্থাটিকে তাঁর নাম ব্যবহার না করার নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না। ২০১৪ সালের ১৭ নভেম্বর প্রথমবার সংশ্লিষ্ট মোবাইল ফোন সংস্থাকে ধোনির নাম ব্যবহার করতে নিষেধ করে আদালত। এরপর গত বছরের ২১ এপ্রিল আদালত জানতে চায়, সেই নিষেধাজ্ঞা পালন করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু ধোনির আইনজীবী সুচিন্ত চট্টোপাধ্যায়ের অভিযোগ, ওই সংস্থা আদালতের নির্দেশ মানছে না। এই কারণে ওই সংস্থার সিএমডি অজয় অগ্রবালের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। ওই সংস্থার আইনজীবী সঞ্জীব ভাণ্ডারি অবশ্য ধোনির নাম অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন।