নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও যুবরাজ সিংহকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘ওরা আমাদের দলের দুটি সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। ওরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে পারলে দলের চেহারাই বদলে যাবে। ওরা জানে কীভাবে ইনিংস গড়ে তুলে দলকে জেতাতে হয়। ওদের যে পরিমাণ অভিজ্ঞতা আছে, তার কোনও তুলনা নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে ওরা দু জনেই স্বাধীনভাবে নিজেদের স্বাভাবিক খেলা খেলেছিল। এর ফলে দলের আত্মবিশ্বাস বেড়েছে এবং টপ অর্ডারের উপর থেকে চাপ কমেছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ রাতেই ইংল্যান্ডের উড়ান ধরছে ভারতীয় দল। এবারের আইপিএল-এ বিরাটের পাশাপাশি ধোনি, যুবরাজও ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন ভারতের অধিনায়ক। যুবরাজ ইংল্যান্ড সিরিজে দীর্ঘদিন পরে ভারতীয় দলে ফেরেন। তিনি ২০০৬ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন। বিরাটের দাবি, বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন। কারণ, বিশ্বকাপে গ্রুপ লিগে ভাল খেলতে না পারলেও, পরে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাওয়া যায়। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ থেকেই সেরা খেলা খেলতে হয়। গতবারের চ্যাম্পিয়ন ভারত খেতাব ধরে রাখার কথা না ভেবে নতুন করে শুরু করবে। টেস্টে এক নম্বর দল ভারত। তাঁরা অন্য ফর্ম্যাটেও নিজেদের খেলা উপভোগ করতে চান।