মুম্বই: আইপিএল-এ তাঁর পুরনো দল চেন্নাই সুপার কিংসে ফিরলেন মহেন্দ্র সিংহ ধোনি। আজ প্লেয়ার রিটেনশনে ধোনিকে দলে ফেরায় চেন্নাই। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স। স্টিভ স্মিথকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ডেভিড ওয়ার্নার ও ভুবনেশ্বর কুমারকে দলে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ বলেছেন, ‘কয়েকজন খেলোয়াড়কে ধরে রাখার সুযোগ পাওয়া খুব ভাল। যে খেলোয়াড়রা ম্যাচে প্রভাব ফেলতে পারে এবং দলকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাদেরই ধরে রাখতে চাই আমরা। ওয়ার্নার ও ভুবনেশ্বর সেরকমই খেলোয়াড়।’
আজ কলকাতা নাইট রাইডার্স দীর্ঘদিনের অধিনায়ক গৌতম গম্ভীরকে ধরে রাখেনি। তবে ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে ধরে রেখেছে কেকেআর। কিংস ইলেভেন পঞ্জাব ধরে রেখেছে বাঁ হাতি স্পিনার অক্ষর পটেলকে। দিল্লি ডেয়ারডেভিলস ধরে রেখেছে ক্রিস মরিস, শ্রেয়স আয়ার ও ঋষভ পন্থকে। মুম্বই রোহিত ছাড়াও ধরে রেখেছে জসপ্রীত বুমরাহ ও হার্দিক পাণ্ড্যকে। চেন্নাইয়ে ধোনি ছাড়াও ফিরলেন রবীন্দ্র জাডেজা ও সুরেশ রায়না। ব্যাঙ্গালোর ধরে রেখেছে এ বি ডিভিলিয়ার্স ও সরফরাজ খানকে। ছেড়ে দেওয়া হয়েছে ক্রিস গেইলকে।
চেন্নাইয়ে ফিরলেন ধোনি, পুরনো দলেই বিরাট, রোহিত, গম্ভীরকে ছেড়ে দিল কেকেআর
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jan 2018 08:19 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -