দুবাই: দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ফল যা-ই হোক না কেন, ভারতীয় দলই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকবে। দক্ষিণ আফ্রিকা যদি ৩-০ ফলেও সিরিজ জেতে, তাহলেও বিরাট কোহলিদের টপকে যেতে পারবে না ফাফ দু প্লেসির দল। আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এখন ভারতীয় দলের পয়েন্ট ১২৪। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১১। দক্ষিণ আফ্রিকা যদি ৩-০ জিততে পারে, তাহলে তারা সিরিজের শেষে থাকবে ১১৮ পয়েন্টের কাছাকাছি। তখন ভারতেরও পয়েন্ট হবে ১১৮। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকবে ভারত। তখন ভারতের পয়েন্ট থাকবে ১১৮.৪৭ এবং দক্ষিণ আফ্রিকার পয়েন্ট থাকবে ১১৭.৫৩। ফলে এই সিরিজ খেলতে নামার আগে বিরাটদের উপর অন্তত র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারানোর চাপ নেই। ভারতীয় দল যদি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনটি টেস্টই জিততে পারে, তাহলে পৌঁছে যাবে ১২৮ পয়েন্টে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কমে হবে ১০৭।

টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে এখন বিরাট আছেন দু’নম্বরে। তাঁর পয়েন্ট ৮৯৩। কেরিয়ারে প্রথমবার ৯০০ পয়েন্ট অর্জন করা তাঁর লক্ষ্য থাকবে। চেতেশ্বর পূজারা বিরাটের চেয়ে ২০ পয়েন্ট পিছিয়ে। তাঁরও ৯০০ পয়েন্টের কাছাকাছি পৌঁছে যাওয়া লক্ষ্য থাকবে।