‘শরীর ছুঁড়ে দেওয়া উচিত ছিল,’ বিশ্বকাপের সেমি-ফাইনালে রান আউট হওয়া প্রসঙ্গে মন্তব্য ধোনির
Web Desk, ABP Ananda | 12 Jan 2020 07:37 PM (IST)
বিশ্বকাপ সেমি-ফাইনালের পর থেকেই ভারতীয় দলের বাইরে ধোনি।
নয়াদিল্লি: গত বছর বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির রান আউটই ভারতের জয়ের আশা শেষ করে দিয়েছিল। ধোনি ফিরে যাওয়ার পর ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। এতদিন পরে এ বিষয়ে মুখ খুললেন ধোনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচেও আমি রান আউট হয়েছিলাম, সেমি-ফাইনালেও রান আউট হই। আমি নিজেকে ক্রমাগত বলে গিয়েছি, কেন শরীর ছুঁড়ে দিইনি? মাত্র দু’ইঞ্চির জন্য রান আউট হই। আমার অবশ্যই ঝাঁপানো উচিত ছিল।’ বিশ্বকাপ সেমি-ফাইনালের পর থেকেই ভারতীয় দলের বাইরে ধোনি। তিনি প্রথমে ছুটি নিয়ে জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর ডিউটিতে যোগ দেন। সেখান থেকে ফিরেও ক্রিকেটের সঙ্গে যোগ নেই তাঁর। তিনি আর ভারতীয় দলের হয়ে খেলবেন কি না, সে বিষয়ে এখনও জল্পনা চলছে। তবে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল-এ খেলবেন। তাঁর টি-২০ বিশ্বকাপের দলে থাকা নিয়ে ক্রিকেটমহলে জল্পনা চলছে। ধোনি অবশ্য সে বিষয়ে কিছু বলেননি।