চেন্নাই:  মহেন্দ্র সিংহ ধোনি এবং স্টিফেন ফ্লেমিং বিশ্বের সেরা ক্যাপ্টেন-কোচের যুগলবন্দি, মন্তব্য অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসনের। ২০০৮ সাল থেকেই আইপিএল-এ খেলছেন এই অজি তারকা। ২০১৮ সালে তাঁর ব্যাটের ওপর ভরসা করেই চ্যাম্পিয়ন হয়েছিল সুপার কিংসরা। সেবার ২ বছর নির্বাসিত থাকার পর হাইপ্রোফাইল টি-টোয়েন্টি লিগে কামব্যাক করে সিএসকে। আর ফিরে এসেই ট্রফি জয়। সৌজন্যে শেন ওয়াটসনের অলরাউন্ড পারফর্ম্যান্স এবং ফাইনালে ৫৭ বলে ১১৭ রানের অবিশ্বাস্য ইনিংস।


বৃহস্পতিবার এই তারকা অলরাউন্ডার অবলীলায় জানালেন, ধোনি-ফ্লেমিং জুটিই বিশ্বের সেরা ক্যাপ্টেন ও কোচের যুগলবন্দি। চেন্নাই সুপার কিংসের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “সিএসকে-র সাফল্যের পিছনে কোনও গোপন তত্ত্ব নেই। তবে এটা বলতে পারি, এই ফ্রেঞ্চাইজি সত্যিই দারুণ এবং এখানে গোটা দল খুব মসৃণভাবে কাজ করে।”



এই সাক্ষাৎকারে তাঁর সতীর্থ স্টিভ স্মিথের প্রশংসাও শোনা গিয়েছে তাঁর গলায়। দক্ষিণ আফ্রিকায় বল বিকৃতিকাণ্ডে এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন স্টিভ স্মিথ। নির্বাসিত ছিলেন ডেভিড ওয়ার্নার এবং বেনক্রফ্টও। তবে নির্বাসন থেকে ফিরে অ্যাশেজে যেভাবে জ্বলে উঠতে দেখা গিয়েছে তাঁকে, তা মুগ্ধ করেছে গোটা ক্রিকেট মহলকেই। মুগ্ধ হয়েছেন শেন ওয়াটসনও। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ও দ্বিতীয় ইনিংসে পরপর শতরান, যার সুবাদে পিছিয়ে থেকেও বিরাট জয় পেয়েছে অজি দল। আর সে কারণেই স্টিভের প্রশংসায় পঞ্চমুখ ওয়াটসন। তিনি আশাবাদী, ইংল্যান্ড থেকে অ্যাশেজ জিতেই দেশে ফিরবে ব্যাগি গ্রিন দল।